বায়ু দূষণ নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর রাস্তায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন

প্রিয়াঙ্কা দত্ত Mon, 04 Nov 2019-11:48 am,

দূষণ নিয়ন্ত্রণের একাধিক দাবিতে দিল্লি পথে নামে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। দেখুন সেই ছবি।

মৌমিতা চক্রবর্তী

১. কৃষকদের কাঠগড়ায় দাঁড় করানোর বদলে নিজেরাই পদক্ষেপ করুক কেন্দ্রীয় সরকার। দিল্লির ভয়াবহ বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী একাধিক সিদ্ধান্ত বাস্তবায়িত করার দাবিতে রাস্তায় নামল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। সোমবার সকালে মাস্ক পরে, হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর রাস্তায় হাঁটলেন ছাত্র, শিক্ষক ও কৃষিজীবিরা।

মৌমিতা চক্রবর্তী

২. সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিল্লিতে নতুন ১০,০০০টি বাস চালু করুক সরকার। এর ফলে প্রাইভেট গাড়ি ও ট্যাক্সি ব্যবহারের প্রবণতা কমবে। কমবে দূষণ। রাস্তা-ঘাটে যান-জটের সমস্যাও এড়ানো যাবে।

মৌমিতা চক্রবর্তী

৩. নিত্যযাত্রীদের মেট্রো ব্যবহারে উত্সাহ দিতে টিকিটের দাম কমানোর ব্যবস্থা করুক কেন্দ্র।

মৌমিতা চক্রবর্তী

 

৪. ডিজেলচালিত গাড়িতে বেশি দূষণ ছড়ায়। তাই কিরিত পারিখ কমিটির সুপারিশ অনুযায়ী, ডিজেলচালিত গাড়ির ক্ষেত্রে ৮০,০০০ টাকার অতিরিক্ত কর বসাক সরকার।

মৌমিতা চক্রবর্তী

৫. নির্মাণ কাজের ফলে বিপুল পরিমাণ সূক্ষ ধুলিকণার সৃষ্টি হয়। এই ধুলিকণা বাতাসের কুয়াশা ও ধোঁয়ার সঙ্গে মিশে ধোঁয়াশার সৃষ্টি করে। ফুসফুস, চোখ ও ত্বকের জন্য যা ভীষণই ক্ষতিকর। সেই দিকে নজর দিক দূষণ নিয়ন্ত্রক বোর্ড। প্রয়োজনে পৌরসভার সঙ্গে হাত মিলিয়ে নির্মাণকার্যের সাইটে ধুলিকণা নিয়ন্ত্রণে দরকারি পদক্ষেপ নেওয়া হোক।

মৌমিতা চক্রবর্তী

৬. পাঞ্জাব ও হরিয়ানার কৃষিজমিতে ফসল তোলার পর, সেখানে আগুন দিয়ে নাড়া পোড়াচ্ছেন কৃষকরা। সেই বিপুল পরিমাণ ধোঁয়াই উড়ে আসছে দিল্লির দিকে। এ বিষয়ে কৃষকদের দোষারোপ করার বদলে কৃষিজমির নাড়া পূনর্ব্যবহারের ব্যবস্থা করুক কেন্দ্র সরকার। এ বিষয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে কাজ করুক কেন্দ্র।

মৌমিতা চক্রবর্তী

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link