ইমরানের ছবি হঠানোর দাবিতে আটক যুব মোর্চার সদস্যরা, কী বললেন সৌরভ?
অঞ্জন রায়: ইডেন গার্ডেন থেকে ইমরানের ছবি সরানোর জন্য চাপ বাড়িয়েছে বিজেপি। এদিন দফায় দফায় মিছিল করে যুব মোর্চা।
ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (ব্রেবোর্ন স্টেডিয়াম), ধর্মশালা স্টেডিয়াম, চিন্নাস্বামী স্টেডিয়াম-সহ দেশের একাধিক ক্রিকেট ক্লাব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের ছবি। এবার ইডেন থেকেও পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরানোর ডাক দিয়েছে বিজেপি।
বুধবার ইমরান খানের ছবি সরানোর প্রসঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নে বিদেশমন্ত্রকের কোর্টে বল ঠেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ''এটা বিতর্কিত বিষয়। বিদেশমন্ত্রক কিছু বলেনি। নির্দেশিকা না আসলে কিছু বলব না''।
শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''ইমরান খান বিখ্যাত ক্রিকেটার। বহু জায়গায় ছবি রয়েছে তাঁর। ভারতের বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরানো হয়েছে। ইডেনে রামিজ রাজা, ইমরান খানের ছবি রয়েছে। ছোটরা যাতে প্রেরণা পান, সে কারণে রাখা হয়েছে। কিন্তু দেশের বিরুদ্ধে যারা, তাদের ছবি রাখা যাবে না''।
শনিবার সকাল থেকে দফায় দফায় ইডেনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে যুব মোর্চা।
যুব মোর্চার ৬৩ জন সদস্যকে আটক করেছে পুলিস।
ইডেন থেকে ছবি সরানোর দাবি নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ''এব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে''।