ভারতের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেটার যুবরাজ!
যুবরাজ সিং ভারতীয়দের মধ্যে একমাত্র ক্রিকেটার, যিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।
ড্রেসিং রুমে সচিন তন্ডুলকর, হরভজন সিংয়ের সঙ্গে ট্রফি হাতে উল্লাস যুবরাজের।
২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য সিরিজ ট্রফি হাতে যুবরাজ।
স্বপ্ন সফল করার পর চোখের জল ধরে রাখতে পারেননি, যুবরাজকে অভিবাদন জানাতে মাঠে ছুঁটে এসেছিলেন বিরাট কোহলি।
২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর যুবরাজ ও ধোনি।
যুবরাজই একমাত্র ক্রিকেটার যিনি কোনও পেস বোলারের ছয় বলে ছক্কা মেরেছেন। বোলারটি ছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
২০০৭ সালের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন যুবরাজ। এই দলের নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।
সাল ২০০০। সে বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এবং ওই দলের সদস্য ছিলেন ক্যান্সার জয়ী যুবরাজ। উল্লেখ্য, এই ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহম্মদ কাইফ।
এই বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজও ছিলেন যুবরাজ সিং।