৪০৮ দিন পর মাঠে ফিরে প্রথম রান করতে এতগুলো বল খেললেন যুবরাজ সিং!

Suman Majumder Thu, 29 Nov 2018-3:36 pm,

বৃহস্পতিবারের ফিরোজ শাহ কোটলা ভারতীয় ক্রিকেটের দুই মহারথীর লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল। দুজনেই ভারতীয় দলে কামব্যাকের আশায় এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। একজন গৌতম গম্ভীর। অন্যজন যুবরাজ সিং।

রনজি ম্যাচে দিল্লির বিরুদ্ধে নেমেছিল পাঞ্জাব। আর এই ম্যাচ ঘিরে দেশের ক্রিকেট সার্কিটে উত্সাহের পারদ চড়ছিল। কারণ ৪০৮ দিন পর আবার ব্যাট হাতে দেখা গেল যুবরাজ সিংকে। ফলে ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের কামব্যাক কেমন হয়, তা দেখার অপেক্ষা ছিল। 

শুভম গিল ইন্ডিয়া এ দলের হয়ে খেলতে গিয়েছেন নিউজিল্যান্ডে। ফলে তাঁর জায়গায় পাঞ্জাবের দলে জায়গা পেয়েছেন যুবরাজ সিং। 

৩৮ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল পাঞ্জাবের। তখনই ব্যাট করতে নামেন যুবরাজ। কিন্তু শুরু থেকেই নার্ভাস দেখাচ্ছিল তাঁকে। একের পর এক ডেলিভারি সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি।

যুবরাজের নার্ভাস অবস্থা চলতেই থাকে। এমনকী, মাঠে ফিরে প্রথম রান করতে তিনি ২৮ বল খেলে ফেলেন। শেষমেশ ২৮টি ডেলিভারি খেলার পর প্রথম রান করেন যুবি। সঙ্গে সঙ্গে ফিরোজ শাহ কোটলার গ্যালারি থেকেও হাততালির রব ওঠে। 

প্রথমে ব্যাট করে দিল্লির ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। পাঞ্জাব ১৩৬/৩। যুবরাজ ৪৭ বলে ১৬ রান করে অপরাজিত। তিনটি বাউন্ডারির সুবাদে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link