নতুন ইনিংস! এবার টিভি সিরিয়ালে অভিনয় করবেন যুবরাজ সিং
দীর্ঘ ১৯ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন। এবার দ্বিতীয় ইনিংস শুরু করলেন যুবরাজ সিং। বাবা যোগরাজ সিংয়ের মতোই এবার তিনিও ক্রিকেট কেরিয়ার শেষের পর অভিনয় জগতে পা রাখতে চলেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ দ্য অফিস এর হিন্দি সংস্করণে অভিনয় করবেন যুবি। ১৩ পর্বের এই সিরিজ হটস্টার-এ প্রচারিত হবে।
অভিনয় জগতে পা রাখার আগে যুবরাজ বললেন, ''ক্রিকেট আমার জীবনের অনেকটা জুড়ে ছিল। এতদিন তাই ক্রিকেটের বাইরে নতুন কিছু করার চেষ্টা করিনি। এবার নতুন কিছু করার চেষ্টা করব। ক্রিকেটই আমার জীবনের সব কিছু। যা পেয়েছি সবটাই ক্রিকেট থেকে।''
তবে নিয়মিত অভিনয়র করবেন কি না তা নিয়ে এখনও কোও পাকাপাকি সিদ্ধান্ত নেননি বলে জানালেন যুবি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান। আর সে জন্য কিছুদিন আগেই বিসিসিআই-এর কাছে অনুমতিও চেয়েছিলেন যুবরাজ।