EXPLAINED | Yuzvendra-Dhanashree Divorce: চাহাল-ধনশ্রীর ডিভোর্স, ভাঙনের ময়নাতদন্তে সন্দেহভাজন ২! ছবি-সহ চাঞ্চল্যকর রিপোর্ট

Thu, 09 Jan 2025-2:18 pm,

ধনশ্রীর সঙ্গে সম্প্রতি কোরিওগ্রাফার প্রতীক উটেকারের মাখোমাখো ছবি ভাইরাল হয়েছে। দু'জনকেই ম্য়াচিং পোশাকে প্রায় দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে তাঁদের সম্পর্ক অনেকটাই গড়িয়ে গিয়েছে। চাহালের অনুরাগীরা যদিও তা মানতে পারছেন না। তাঁদের প্রিয় ক্রিকেটারকে ছেড়ে ধনশ্রীকে নতুন কারোর সঙ্গে দেখে তাঁরা তেলেবেগুনে জ্বলে উঠছেন। ধনশ্রীকে চূড়ান্ত ট্রোল করছেন। 

 

প্রতীকও ফোঁস করে উঠেছেন এই পরিস্থিতিতে। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'স্রেফ একটা ছবি দেখে উন্মুক্ত এই দুনিয়া গল্প বানাতে শুরু করে দিল। আমাকে মেসেজও করা হচ্ছে। বেড়ে ওঠো বন্ধুরা।' প্রতীকও সাফ জানিয়ে দিলেন যে, এসবই নিছকই গুজব, বানানো গল্প।

 

যেন 'একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর'! শুধু ধনশ্রী-প্রতীকের ছবিই ভাইরাল হয়নি! চাহালের সঙ্গে এক হোটেলর লবিতে দেখা গিয়েছে এক রহস্যময়ীকেও! চাহাল চিত্রগ্রাহক দেখে নিজের মুখও লুকিয়ে নিয়েছেন। রহস্যময়ীর সন্ধানও পেয়ে গিয়েছে মিডিয়া। সুন্দরী রেডিয়ো জকির নাম মহভাশ। জানা যায় যিনি 'বিগ বস' সিজন ১৪ এবং নেটফ্লিক্স সিরিজ এবং সিনেমার প্রস্তাবও ফিরিয়েছেন শুধু রেডিয়োকে ভালোবেসে। রেডিয়োর দুনিয়ায় এখন মহভাশ পরিচিত নাম। যিনি স্টুডিয়ো থেকে দীপক কালালকে বার করে দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। ইনস্টায় মহভাশের ১.৪ মিলিয়ন ফলোয়ার্সও রয়েছে। মহভাশের সঙ্গে চাহালের একসঙ্গে ডিনার করার ছবিও এখন সামনে চলে এসেছে। 

 

চাহাল এই পরিস্থিতিতে দার্শনিক হয়েছেন। তিনি সক্রেটিসকে উদ্ধৃত করে লিখেছেন, 'নীরবতা এক গভীর সুর, যারা এটি শুনতে পারে তাদের জন্য।' ওদিকে ধনশ্রী লম্বা বিবৃতি দিয়ে লেখেন, 'বিগত কয়েকদিন আমার পরিবার এবং আমার জন্য অবিশ্বাস্যরকম কঠিন ছিল। যা সত্যিই বিরক্তিকর তা হল ভিত্তিহীন লেখা, তথ্য যাচাই ছাড়াই লেখা! এবং ঘৃণা ছড়িয়ে ভয়ংকর ট্রোলিং করা হয়েছে। যা আমার খ্যাতির হত্য়া করেছে। আমি বছরের পর বছর ধরে আমার নাম এবং সততা গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেছি। আমার নীরবতা দুর্বলতার লক্ষণ নয়; বরং শক্তির লক্ষণ। যদিও নেতিবাচকতা অনলাইনে সহজেই ছড়িয়ে পড়ে, অন্যদের উন্নীত করার জন্য সাহস এবং করুণার প্রয়োজন। আমি আমার সত্যের উপর মনোনিবেশ করে এবং মূল্যবোধ ধরে রেখে এগিয়ে যাওয়াই বেছে নেব। ন্যায্যতা প্রয়োজন ছাড়াই সত্যি মাথা উঁচু করে দাঁড়াবে। ওম নমঃ শিবায়।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link