ভারতীয় সমর্থকদের জন্য সুখবর! ক্রিকেটে ফিরছেন জাহির খান
ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন জাহির খান।
টি-১০ লিগে খেলতে দেখা যাবে জাহির খানকে। অর্থাত্, আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় পেসাররের প্রত্যাবর্তন হচ্ছে।
২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-১০ লিগ।
১৫ অক্টোবর, ২০১৫-তে টুইট করে জাহির খান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর জানিয়েছিলেন।
জাহির খান ছাড়াও ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, মর্নি মর্কেল, রশিদ খানের মতো তারকাদের এবার টি-১০ লিগে দেখা যাবে।
টি-১০ লিগ এবার হবে আইসিসির ছত্রছায়ায়। আগেরবার ছয় দলে হয়েছিল এই টুর্নামেন্ট। এবার করাচিয়ান্স ও নর্দার্ন ওয়ারিয়ার্স নতুন দল। জাহির খান এবারের টুর্নামেন্টের মূল আকর্ষণ। এছাড়া এবার আফগানিস্তানের ক্রিকেটারদেরও দেখা যাবে।
বিশ্ব ক্রিকেটের ৬৪ জন ক্রিকেটার এবার টি-১০ লিগের নিলামে ছিলেন। আটটা দলের মধ্যে রয়েছে কেরল কিংস, পাঞ্জাব লেজেন্ডস, মারাঠা আরাবিয়ান্স, বেহ্গল টাইগারস, দ্য করাচিয়ান্স, রাজপুতস, নর্দার্ন ওয়ারিয়র্স ও পাখতুনস।
গতবার টি-১০ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল কেরালা কিংস। এবার তারা দলে নিয়েছে ক্রিস গেইল, জুনেইদ খান, সন্দীপ লামিছানে, টম কুরান, ইমরান নাজিরদের।