জাহির-সাগরিকার মেহেন্দি সেরিমনি, ফ্রেমে ধরা থাকল সেই উজ্জ্বল মুহূর্ত
জাহির-সাগরিকার মেহেন্দি সেরিমনিতে সস্ত্রীক হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর।
মেহিন্দিতে বন্ধু-বান্ধবদের সঙ্গে একসঙ্গে ফটো সেশনে ব্যস্ত ছিলেন সাগরিকা।
বেস্ট ফ্রেন্ড অমৃতার সঙ্গে আলাদা করে সেলফি তুলতেও দেখা গেল অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে।
মেহেন্দি সেরিমনিতে দেখা গেল সঙ্গীতশিল্পী তথা ডিজাইনার অমৃতা, বিদ্যা মালভাদে সহ সাগরিকার বেশকিছু ঘনিষ্ঠ বন্ধুদের।
রেজিস্ট্রির পর ঘনিষ্ঠ আত্মীয় ও সেলেব বন্ধুদের নিয়ে মুম্বইয়ে লোয়ার প্যারেল রেসিডেন্সে পার্টি দিয়েছিলেন জাহির-সাগরিকা। শনিবার মেহেন্দি অনুষ্ঠানের পর আজ সোমবার মুম্বইয়ের তাজ মহল প্যালেস হোটেলেও আরও একটি পার্টি হওয়ার কথা রয়েছে।
জাহির-সাগরিকার মেহেন্দিতে উপস্থিত ছিলেন তাঁদের বেশকিছু সেলেব বন্ধু-বান্ধবও।
জাহির-সাগরিকার বিয়েতে হাজির ছিলেন আরও এক নব দম্পতি যুবরাজ সিং ও হেজেল কিচ। যুবরাজের পরনে ছিল সাদা পাঞ্জাবি, আর হেজেল পরেছিলেন সাদা-গোলাপী রঙের গাউন।
এদিন জাহিরের পরনে ছিল রয়্যাল ব্লু কুর্তা আর হালকা আকাশি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন সাগরিকা। গর্জাস সাজে সকলকে মুগ্ধ করলেন নব-দম্পতি। তাঁদের মেহেন্দি সেরিমনিতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা।
২৩ নভেম্বর, বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাহির খান-সাগরিকা ঘাটগে। রীতি মানেননি, নেহাতই রেজিস্ট্রি করেই বিয়েটা সেরেছেন এই দম্পতি। তারপর ছিল ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব আত্মীয়দের নিয়ে ককটেল পার্টি। এরপর শনিবার ঘটা করে মেহেন্দি সেরিমনির আয়োজন করেছিলেন জাহির-সাগরিকা। ক্যামেরায় ধরা থাকল সেই বিশেষ মুহূর্তের ছবি।