বিয়ে করছেন Zee বাংলার `চোখের বালি` বিনোদিনী, দেখুন গায়ে হলুদের ছবি
Zee বাংলা সিরিয়ালের 'চোখের বালি' ধারাবাহিকে বিনোদিনীর বেশে সকলের নজর কেড়েছিলেন। তানিয়া গঙ্গোপাধ্যায়। ১ ডিসেম্বর রবিবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সেই 'চোখের বালি'র জনপ্রিয় অভিনেত্রী।
রবিবার সকালে হয়ে গেল তানিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান। সেই ছবি এসেছে Zee ২৪ ঘণ্টা ডিজিটালের হাতে। তানিয়ার খড়দহের বাড়িতেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান। ছবি সৌজন্য : প্রিয়াঙ্কা দত্ত
তবে শুধু Zee বাংলার 'চোখের বালি' ধারাবাহিকেই নয়, 'কে আপন কে পর', দুর্গা সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তানিয়া। ছবি সৌজন্য : প্রিয়াঙ্কা দত্ত
বহুদিন হল তানিয়াকে দেখা যায়নি টিভির পর্দায় দেখা যায়নি। ছবি সৌজন্য : প্রিয়াঙ্কা দত্ত
জানা যাচ্ছে বিয়ের পর ফের অভিনয়ের দুনিয়ায় ফিরতে চান তানিয়া। ছবি সৌজন্য : প্রিয়াঙ্কা দত্ত
রবিবার রাতে খড়দহেই বসছে তানিয়ার বিয়ের আসর। তবে তানিয়ার পাত্রটিকে তা অবশ্য ক্রমশ প্রকাশ্য। ছবি সৌজন্য : প্রিয়াঙ্কা দত্ত
বিয়ের সকালে পুজোয় বসেছেন অভিনেত্রী। ছবি সৌজন্য : প্রিয়াঙ্কা দত্ত
বিয়ের সকালে পুজোয় বসেছেন অভিনেত্রী। ছবি সৌজন্য : প্রিয়াঙ্কা দত্ত
পুজোয় বসে বাবার ছবি তুলতে ব্যস্ত তানিয়া। ছবি সৌজন্য : প্রিয়াঙ্কা দত্ত