TV Serial: ছোট শহর থেকে মেট্রো সিটিতে এসে নাজেহাল, স্বপ্নপূরণের পথে `পরিণীতা`...

Rajat Mondal Fri, 08 Nov 2024-7:31 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট শহরের এক সাধারণ মেয়ের বড় শহরে উচ্চশিক্ষা অর্জনের করে নিজের পরিচয় খোঁজার সংগ্রাম এবং ঐতিহ্য ও আধুনিকতার সংঘর্ষকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কাহিনি। জি বাংলা আগামী ১১ই নভেম্বর রাত ৮ টায় জি বাংলা নতুন মেগা সিরিয়াল 'পরিণীতা' নিয়ে হাজির হচ্ছে। পরিণীতার গল্পটি দর্শকদের জীবনের এক ভিন্ন বাস্তবতাকে তুলে ধরবে।

জি-বাংলার নিজস্ব প্রোডাকশন টিম প্রযোজিত এবং জনপ্রিয় পরিচালক কৃষ বোস-এর পরিচালনায় নির্মিত 'পরিণীতা' ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। পরিণীতার গল্পটি উচ্চাকাঙ্ক্ষা, পরিচয় এবং ঐতিহ্যকে আঁকড়ে ধরে থাকার সঙ্গে সঙ্গে আধুনিকতার রূপান্তরিত জীবনকে তুলে ধরবে।

 

'পরিণীতা'র মূল চরিত্র পারুল অধিকারীর, যার ভূমিকায় অভিনয় করেছেন ঈশানী চট্টোপাধ্যায়। পারুল হলেন ছোট শহরের এক সাধারণ মেয়ে, যিনি কলকাতার একটি নামী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করতে এসে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হন। শহুরে জীবনের আধুনিকতা ও পড়াশোনার চাপে তার মধ্যে পরিবর্তন ও নিজেকে খুঁজে পাওয়ার তাগিদ হয়। তার এই যাত্রার পথে কেবল তার স্বপ্নই নয়, বরং তার নিজস্বতা ও চেতনার বিকাশও ঘটে, যা বর্তমান প্রজন্মের সাথে গভীরভাবে যুক্ত।

পারুলের জীবনের সঙ্গে যুক্ত রয়েছে রায়ান বসু, যার চরিত্রে অভিনয় করেছেন উদয় প্রতাপ সিং। রায়ান শহরের বড় হওয়া, আত্মবিশ্বাসী অথচ কিছুটা দিশাহীন একজন ছেলে, যার প্রতিভা আছে কিন্তু লক্ষ্যের অভাব। পারুলের সাথে তার সম্পর্ক ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে এবং সেই পরিবর্তনের মাধ্যমে রায়ানের জীবনেও আসে এক নতুন পথের সন্ধান। পরিণীতা সিরিয়ালটি শুধু পারুলের পড়াশোনাই নয়, বরং শহুরে জীবনের চাপে তার পারিবারিক এবং সামাজিক বিশ্বাসের সঙ্গে লড়াইয়ের গল্পও তুলে ধরে। তার সম্পর্ক গড়ে ওঠে রায়ান বসুর সাথে এবং সেই সম্পর্কের সঙ্গে সে রায়ানের পরিবারকেও মেনে নেয়ার চেষ্টা করে।

জি-বাংলার চিফ ক্লাস্টার অফিসার মিস্টার সম্রাট ঘোষ 'পরিণীতা' সম্পর্কে বলেন, পরিণীতা গল্পটি আধুনিক মেয়েদের স্বপ্ন এবং সংগ্রামের প্রতিফলন, যা শুধু বাংলার নয়, বরং সবজায়গার নারীদের জীবনের এই গল্প। জি-বাংলা সবসময় এমন গল্প বলতে চায় যা দর্শকদের মধ্যে আত্মবিশ্বাস এবং সাহসিকতার প্রতীক হয়ে ওঠে। এই সিরিয়ালটি এই প্রজন্মের মেয়েদের চেতনাকে সমৃদ্ধ করে। এই যাত্রা শুধুমাত্র প্রেম ও সম্পর্কের নয়; বরং প্রতিদিন নিজেকে নতুনভাবে খুঁজে বের করার, পরিবার ও নিজের মধ্যের সম্পর্ক ভারসাম্য রাখার কথা'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link