৩ জেলায় শূন্য, রাজ্যে মোট ৪৩৪ টি কনটেইনমেন্ট জোনের তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যে ফের লকডাউন জারি হয়েছে। করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, তা মোকাবিলায় রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে আপাতত ৭দিনের লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। লকডাউনের জন্য এদিন বিকেল থেকেই রাজ্যেপ কনটেইনমেন্ট জোনগুলিতে শুরু হয়ে গিয়েছে পুলিসি তৎপরতা।
বৃহস্পতিবারের সরকারি রিপোর্ট বলছে, রাজ্যের মাত্র ৩টি জেলায় কোনও কনটেইনমেন্ট জোন নেই। ঝাড়গ্রাম, কোচবিহার ও পশ্চিম বর্ধমান, এই তিন জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা শূন্য। বাকি জেলাগুলি মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪২১টি কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে সরকার।
কোন জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা কত? চলুন দেখে নেওয়া যাক। কনটেইনমেন্ট জোনের সংখ্যা কলকাতায় ২৫, উত্তর ২৪ পরগনায় ৯৫, হাওড়ায় ৫৬, হুগলিতে ২১, দক্ষিণ ২৪ পরগনা ৫৪টি।
বীরভূমে কনটেইনমেন্ট জোন ৯, পূর্ব মেদিনীপুরে ১২, পশ্চিম মেদিনীপুর ২৩, বাঁকুড়ায় ৯, পুরুলিয়ায় ১৩, নদীয়াতে ২৫, মুর্শিদাবাদে আছে ৪টি।
উত্তরবঙ্গে কালিম্পঙে ৩, দার্জিলিঙে ৫, জলপাইগুড়িতে ১১, মালদায় ৪, আলিপুরদুয়ারে ৪, দক্ষিণ দিনাজপুর ১০, উত্তর দিনাজপুরে ৩০টি।