ব্যবসায় মন্দা! গত ৬ মাসে Zomato-র আয় লাফিয়ে বাড়ল তিন গুণ
দেশে ব্যবসাক্ষেত্রে আর্থিক মন্দার কথা শোনা গেলেও বিপুল আয় করল Zomato। গত বছরের তুলনায় এবছর প্রথম ৬ মাসে ৩ গুণ বেশি আয় করল খাবার সরবারহকারী এই সংস্থা।
২০১৯-২০ সালে প্রথম ৬ মাসে ২০.৫ কোটি ডলার আয় করল Zomato।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে দেশের ৫০০ শহরের ব্যবসা করেছে Zomato। কাজ করছেন ২ লাখ ডেলিভারি পার্সন।
গত এক বছর দেশের ১৫ শহরে অর্ডারের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। দুনিয়াজুড়ে বর্তমানে দেড় কোটি রেস্টুরেন্টের সঙ্গে কাজ করে Zomato।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মাসে ৩০ লাখ অর্ডার নিচ্ছে Zomato।