Covid Vaccination: ডিসেম্বরেই রাজ্যে ১২-১৮ বছর বয়সীদের টিকাকরণ?
নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বরেই কি রাজ্যে শুরু হতে চলেছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণ? স্বাস্থ্যভবন সূত্রে খবর, ডিসেম্বরেই টিকাকরণ শুরুর লক্ষ্যে তোড়জোড় তুঙ্গে।
স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে,ইতিমধ্যেই জাইডাস ক্যাডিলা নির্মিত জাইকভ-D টিকা দেওয়ার জন্য রাজ্য পর্যায়ে ট্রেনিং হয়ে গিয়েছে। কিন্তু এই টিকার জন্য আলাদা করে প্রশিক্ষণের কারণ কী?
কারণ, এই টিকা কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের মতো সিরিঞ্জ দিয়ে নয়, ফার্মাজেট ট্রপিজ নামক একটি যন্ত্র দিয়ে ইন্ট্রা-ডার্মাল বা ত্বকের ভিতর দিতে হবে। যার জন্যই ফের নতুন করে প্রশিক্ষণের প্রয়োজন স্বাস্থ্যকর্মীদের।
স্বাস্থ্যভবন সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার থেকে ছাড়পত্র পেলে রাজ্যের একটি জেলাকে মডেল হিসেবে বেছে নিয়ে সেখানকার সমস্ত স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে।
সেক্ষেত্রে কলকাতা এবং তার আশেপাশের কোনও জেলাকেই আগে বেছে নিতে চায় স্বাস্থ্যভবন।