সৌমেন মিশ্র


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাইভ চ্যাট......


ব্যস্ত শহর জমে কনকনে ঠান্ডায়,
উত্তাপ হারায় বৈধ সম্পর্ক।
সেই ফাঁকে ইন্টারনেট লেপ-মুড়ি দেয়-
একলা মন মজে,গরম হাওয়ার টানে।
ওপারে সে অবেলা,সাইলেন্ট সেল্ফি,
মন ভোলে কাল্পনিক উত্তেজনায়।
তবু তুমি একেলা,মুঠি ফোনে হতাসা!
মন খোঁজে আকাশী আর্তনাদ-
পায় না! পাগল, সে উন্মাদ।


আসবি ফিরে!


আলো আঁধারি খেলায়,
বন্ধ চোখের উন্মুক্ত শিহরনে-
তুই নেই,নেই তোর মিষ্টি রোদ্দুর!
আছে তোর ব্যস্ততা,উৎচ্ছৃঙ্খলতা।
সাতরঙা স্বপ্নে ঘুম ভাঙে তোর,
ছেঁড়া পর্দার তির্যক রোদ্দুরে।
ভোরাই শুনবি যদি আয়-
ছেড়ে ওই মাঝ আকাশের বাসনা।
সে আছে সেই মাটির কাছেই,
সোঁদা গন্ধের আবর্তনে কাদা মেখে।
চিনে নে আজ তুই তোর মন কে,
কানপেতে শোন তোর ঘরে ফেরার গান।