ফুটবলের শহরে ফিরে আপ্লুত ফিকরু
`কলকাতা বরাবরই আমার হৃদয়ের খুব কাছে। আমি বরাবরই ফুটবলের শহর কলকাতায় ফিরতে চেয়েছিলাম।`
ওয়েব ডেস্ক : কলকাতা বরাবর হৃদয়ের কাছে। আমি সবসময়ই কলকাতায় ফিরতে চেয়েছিলাম। শনিবার সকালে ফের শহরে ফিরে বললেন ফিকরু।
মহমেডানের হয়ে দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলতে শনিবারই জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে কলকাতায় চলে এলেন ইথোপিয়ান স্ট্রাইকার ফিকরু তাফেরা লামেসা। ২০১৪ সালে প্রথম আইএসএলে এটিকের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন এই 'সমারসল্ট' স্ট্রাইকার।
আরও পড়ুন- সুপার কাপের মূলপর্বে এটিকে
দ্বিতীয়বার কলকাতায় এসে আপ্লুত ফিকরু জানালেন, "কলকাতা বরাবরই আমার হৃদয়ের খুব কাছে। আমি বরাবরই ফুটবলের শহর কলকাতায় ফিরতে চেয়েছিলাম। মহমেডান স্পোর্টিংয়ের কাছে আমি কৃতজ্ঞ।" পাশাপাশি তিনি বলেন, "মহমেডান যখন আমার সঙ্গে যোগাযোগ করে তখনই কলকাতায় ফেরা ঠিক করে নিয়েছিলাম। দ্বিতীয়বারের জন্য আমি আর ভাবিনি। মহমেডানে যোগ দিয়ে আমি গর্বিত।"
বিমানবন্দরে ফিকরুকে সাদা-কালো উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন মহমেডান সচিব গজল জাফর, ফুটবল সচিব শারিক আহমেদ।
আরও পড়ুন- রাশিয়া বিশ্বকাপে ব্যবহৃত হবে 'ভার' প্রযুক্তি