জলে জোড়া শতরান-৪৬ রানের মধ্যে ধোনিদের পড়ল ৯ উইকেট, হোয়াইটওয়াশ আর এক ম্যাচ দূরে
শনিবার সিডনিতে হারলেই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের মহালজ্জায় বড়তে হবে ভারতকে।
অস্ট্রেলিয়া- ৩৪৮/৮, ভারত-৩২৩ (৪৯.২ ওভার)
ওয়েব ডেস্ক: জেতা ম্যাচ মাঠেই ছেড়ে এল মহেন্দ্র সিং ধোনির ব্রিগেড। ফল, আর কী। সেই ০-৪। মানে শনিবার সিডনিতে হারলেই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের মহালজ্জায় বড়তে হবে ভারতকে। অথচ আজও যে হারতে হবে তার ভারতের ব্যাটিংয়ের সময় মনেই হচ্ছিল না। জয়ের জন্য ৩৪৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ধাওয়ান-কোহলি এমনভাবে খেলছিলেন যা দেখে মনেই হচ্ছিল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দেশ হিসেবে ৩০০ রান তাড়া করে জয়টা শুধু সময়ের অপেক্ষা। ধাওয়ান, কোহলির জোড়া শতরানের পর অনেক তো সিরিজে ধোনিদের প্রথম জয়ের কথাটা তো ধরেই নিয়েছিলেন। কিন্তু ৭৫ বলে ৭২ রান করতে হবে এমন একটা সময় থেকেই ভারতের ইনিংসের ধস শুরু।
শিখর ধাওয়ান (১১৩ বলে ১২৬) ফিরে যাওয়ার পর সেই যে আউটের মিছিল শুরু হল, যখন সেই মিছিল থামল ততক্ষণ সব শেষ ২৭৭ রানে ১ উইকেট থেকে ৩২৩ রানে অলআউট হয়ে গেল ভারত। ধোনি (০) রাহানে (২)-রা ব্যর্থ। নতুন সুযোগ পাওয়ার গুরকিরত (৫), ঋষি ধাওয়ানরাও শুধু আয়ারাম আর গয়ারাম। রিচার্ডসনের শেষের স্পেলটাই সব শেষ করে দিল। কেন রিচার্ডসন নিলেন ৬৮ রানে ৫ উইকেট। অথচ এমনটা হওয়ার ছিল না, যদি ভারতের মিডল আর লোয়ার অর্ডার আরও একটু পেশাদারের মত খেলত। ভারতীয় দল একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানের অভাব হাড়ে হাড়ে টের পেল। যদিও শেষের দিকে ধোনিরা যেভাবে উইকেট ছুঁড়লেন তাতে এসব অজুহাত হয়েই থেকে গেল। হতে পারত দারুণ একটা জয়, হয়ে গেল বিশ্রি একটা হার।