নিজস্ব প্রতিনিধি: লা-লিগায় ফের জয় পেল বার্সেলোনা। সেল্টা ভিগোকে ৩-০ গোলে উড়িয়ে দিল ১০ জনের বার্সেলোনা। অনেকদিন বাদে বার্সার খেলায় খুশি সমর্থকেরা। সেল্টা ভিগোর বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দেন রোনাল্ড কোম্যানের ছেলেরা। বিপক্ষের ডেরায় থেকে মূল্যবান ৩ পয়েন্ট ঘরে তুললেন মেসিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরও পড়ুন- ফের মেসি-রোনাল্ডো দ্বৈরথ, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কে?



খেলার প্রথমার্ধের ১১ মিনিটের মাথায় আনসু ফাতির গোলে এগিয়ে যায় বার্সা। কুটিনহোর পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন ১৭ বছরের প্রতিভাবান ফুটবলার। ৪২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার ফরাসী ডিফেন্ডার ক্লিমেন্ট লেঙ্গলেট। ১০ জনের বার্সেলোনা বরং মাঠে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ৫১ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। সেল্টা ভিগোর ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে পড়েন লিওনেল মেসি। সেখান থেকে শট নিলে সেল্টা ভিগোর ফুটবলার লুকাস ওলাজার পায়ে লেগে বল গোলে ঢুকে যায়। ব্যবধান বাড়ানোর লক্ষ্যেই ক্রমাগত আক্রমণ শানাতে থাকেন মেসি-কুটিনহোরা। ৫৯ মিনিটে অফসাইডের কারণে লিওনেল মেসির গোল বাতিল হয়। খেলার একদম শেষ লগ্নে ইনজুরি টাইমে সেল্টা ভিগোর কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সের্গি রবার্তো।


 


আরও পড়ুন- দেড় ঘন্টার ভিতরেই খেল খতম, ফেডেরারকে ছুঁলেন জোকার



লা-লিগায় ২টি ম্যাচ খেলে ২টি-তেই জয় পেল বার্সেলোনা। ১০ জনের বার্সা এদিন দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেয়। দলের খেলায় স্বভাবতই বেশ খুশি বার্সার ডাচ কোচ রোনাল্ড কোম্যান।