নিজস্ব প্রতিবেদন- মাত্র ১৪ বছর ৯ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ডমাস্টার হলেন গোয়ার লিওন মেনডোসা। ইতালির একটি টুর্নামেন্টে তৃতীয় নর্ম জিতে তিনি এই যোগ্যতা অর্জন করেন। লিওন ভারতের ৬৭তম গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এর আগে গোয়া থেকে ভক্তি কুলকার্ণি গ্র্যান্ডমাস্টার হন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিওন প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম জেতেন অক্টোবরে রিগো দাবা প্রতিযোগিতায়। এরপর বুদাপেস্টে ফার্স্ট স্যাটারডে ইভেন্টে নভেম্বরে দ্বিতীয় নর্ম জেতেন। এরপর বছরের শেষে এসে ইতালির ভার্গানি কাপে তৃতীয় ও শেষ নর্মে জয় পান তিনি। ইতালির ভার্গানি কাপে তিনি ৬.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন। ইউক্রেনের ভিতালি বার্নাডস্কি ৭ পয়েন্ট নিয়ে প্রথম হন। 


আরও পড়ুন-  বিজ্ঞাপনের দুনিয়ায় পা রাখছে Dhoni-র ছোট্ট মেয়ে Ziva! নতুন বছরের শুরুতেই চমক


মার্চ মাস থেকেই মেনডোসা তাঁর বাবার সঙ্গে ইওরোপে আটকে ছিলেন। হঠাৎ করেই লকডাউন ঘোষণা হওয়ার ফলে দেশে ফিরত পারেননি তারা। ইওরোপে থেকেই বিভিন্ন দেশে একের পর এক টুর্নামেন্ট খেলে গেছে এই বিস্ময় বালক। মাত্র ৯ মাসে ১৬টি টুর্নামেন্ট খেলে ইএলও রেটিংয়ে ২৪৫২ পয়েন্টস থেকে ২৫৪৪ পয়েন্টে পৌছয় লিওন।