জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খেলায় কোনও রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য়, এ কথা কার না জানা! তবে কিছু রেকর্ড এমন হয় যা তাৎক্ষণিক ভাবে নড়িয়ে দেয় খেলদুনিয়াকে। এবার বাইশ গজে হল তেমনই এক রেকর্ড, যা অতীতে হয়নি এবং আগামীতেও হবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয় থেকে যাবে। ইন্দোনেশিয়ার মাত্র ১৭ বছরের বোলার রোমালিয়া রোমালিয়া (Rohmalia Rohmalia) এখন হেডলাইনে! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  আচমকাই ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, বিশ্বকাপারকে করা হল এয়ারলিফ্ট, তারপর...!


কয়েকদিন আগেও রোমালিয়ার নাম জানত না কেউ। তবে এখন জেনে গেল বিশ্বক্রিকেট। আর হয়তো ভোলাও যাবে না। কী করেছে এই মেয়ে? অফ-স্পিনার পাগল করা বল করেছেন। ৩.২ ওভার বল করে তিনটি মেডেন সহ-কোনও রান না দিয়েই তুলে নিয়েছে ৭ উইকেট! হ্যাঁ ঠিকই পড়েছেন। অতীতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এমন বোলিং পরিসংখ্য়ান ছিল না কারোরই। রোমালিয়া ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে একটি টি২০আই ম্য়াচে সাত উইকেট নেওয়ার নজির গড়লেন।



ইন্দোনেশিয়ার বালির উদয়না ক্রিকেট গ্রাউন্ডে লেখা হয়েছে ইতিহাস। ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়ার মধ্যে ছয় ম্য়াচের টি-২০ সিরিজের অন্তিম ম্য়াচটি হয়েছে গত ২৪ এপ্রিল। টস জিতে প্রথমে ব্য়াট করে ইন্দোনেশিয়া পাঁচ উইকেটে তোলে ১৫১ রান। ইন্দোনেশিয়ার তারকা ব্য়াটার নি পুটু আয়ু নন্দা সকারিনি। তিনি ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন। তবে মঙ্গোলিয়ার ব্য়াটারদের মুখ তুলতে দেননি রোমালিয়া। তাঁর স্পিনের ঘূর্ণিতে মাত্র ২৪ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়া। ১২৭ রানে জিতে যায় ইন্দোনেশিয়া। সিরিজে একটি ম্য়াচও জিততে পারেনি মঙ্গোলিয়া।


পুরুষ ও মহিলা মিলিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা রেকর্ড যাঁদের:


১) রোমালিয়া রোমালিয়া (ইন্দোনেশিয়া মহিলা) ৩.২-৩-০-৭ মঙ্গোলিয়ার বিরুদ্ধে, ২০২৪ সাল
২) ফ্রেডেরিক ওভারডাইক (নেদারল্য়ান্ডস মহিলা) ৪-২-৩-৭ ফ্রান্সের বিরুদ্ধে, ২০২১ সাল
৩) অ্য়ালিসন স্টকস (আর্জেন্টিনা মহিলা) ৩.৪-০-৩-৭ পেরুর বিরুদ্ধে, ২০২২ সালে
৪) সাজরুল ইজ্য়াট ইদরুস (মালয়েশিয়া পুরুষ) ৪-১-৮-৭ চিনার বিরুদ্ধে, ২০২৩ 


আরও পড়ুন:তারকা ক্রিকেটারের বিচার চেয়ে কেন জনতার দরবারে কংগ্রেস সাংসদ?


 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)