নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে কেএল রাহুলের হাফ সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংস। রবীন্দ্র জাদেজার কনকাশন সাবস্টিটিউট হয়ে কামাল দেখালেন যুজবেন্দ্র চাহল। সঙ্গে অভিষেকেই টি নটরাজনের দাপট। ক্যানবেরায় মানুকা ওভালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত জয় কোহলির টিম ইন্ডিয়ার। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৬২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল অস্ট্রেলিয়া।  দুই ওপেনার ডিআরশি শর্ট এবং অ্যারোন ফিঞ্চ জুটি ৫৬ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। ৩৫ রানে ফিঞ্চকে ফেরান যুজবেন্দ্র চাহল। ভারতকে ম্যাচে ফেরালেন চাহল নটরাজন। স্মিথকে ১২ রানে ফেরান চাহল।  আর একদিনের সিরিজে বিধ্বংসী ম্যাক্সওয়েলকে ২ রানে ফেরালেন নটরাজন। ডিআরশি শর্টকে ৩৪ রানে ফেরালেন সেই নটরাজন। হেনরিকস কিছুটা চেষ্টা করেন কিন্তু ৩০ রানে তাঁকে ফেরালেন দীপক চাহার। এরপর ফের চাহল-নটরাজনের দাপট। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শেষপর্যন্ত ১৫০ রান তোলে অস্ট্রেলিয়া। ১১ রানে ম্যাচ জিতে নিল ভারত। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন চাহল এবং নটরাজন। অভিষেক ম্যাচেই নজর কাড়লেন ভারতীয় পেসার নটরাজন।


শুক্রবার মানুকা ওভালে টস জিতে অবশ্য প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফের অজি বোলারদের দাপট। যে টুকু লড়াই চালালেন তা হল রাহুল আর জাদেজা। কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ান ১, বিরাট কোহলি ৯, মনীশ পান্ডে ২ রান করেন। ওপেনিংয়ে নেমে কেএল রাহুল ৪০ বলে ৫১ রান করেন। শুরুটা ভালোই করেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু ১৫ বলে ২৩ রানে ফিরে গেলেন ডাগআউটে। ঝড় তুলতে পারলেন না হার্দিক পান্ডিয়া। ১৫ বলে ১৬ রান করেন তিনি। তবে ২৩ বলে অপরাজিত ৪৪ রানের ঝড়ো ইনিংস খেললেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক দুটি এবং হেনরিকস তিনটি উইকেট নেন। 


ব্যাট করতে গিয়ে রবীন্দ্র জাদেজার পায়ে চোট লাগে। আর শেষ ওভারে জাদেজার মাথায় বল লাগার কারণে তাঁর বদলে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন যুজবেন্দ্র চাহাল।



অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যানবেরায় টি-টোয়েন্টিতে নামার আগে শেষ নয় ম্যাচে কুড়ি বিশের ক্রিকেটে অপরাজিত ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজে হারের বদলা টি-টোয়েন্টি সিরিজে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল ভারতীয় দল।


মানুকা ওভালে একদিনের ম্যাচে অভিষেকের পর এবার টি-টোয়েন্টি ম্যাচেও জাতীয় দলের জার্সিতে অভিষেক হল নটরাজনের। একইসঙ্গে দলে এলেন দীপক চাহার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর। বিশ্রামে বুমরাহ, পরিবর্তে দলে মহম্মদ শামি। এদিকে নতুন জার্সি গায়ে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামা অস্ট্রেলিয়া দলেও বেশ কিছু নতুন মুখ- ডিআরসি শর্ট, ম্যাথু ওয়েড, সিন অ্যাবট, মিচেল সোয়েপসন সুযোগ পান।



আরও পড়ুন- ২০২২ সালে পাকিস্তানে হবে এশিয়া কাপ, দাবি পিসিবি কর্তার