নিজস্ব প্রতিবেদন: আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2021) সূচি জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। সুনীল ছেত্রী অ্যান্ড কোং আগামী ৩ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে  সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার (৬ অক্টোবর) মুখোমুখি হচ্ছে ভারত। তৃতীয় ম্যাচে নেপাল (৮ অক্টোবর) ও চতুর্থ ম্যাচে ভারত খেলবে আয়োজক দেশ মলদ্বীপের (১১ অক্টোবর) বিরুদ্ধে। পাঁচ দলীয় টুর্নামেন্ট হবে মলদ্বীপের মলে। ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে সাফের পর্দা উঠছে।


আরও পড়ুন: Afghanistan: মাঝ আকাশে বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু, Video প্রকাশ্যে



ইগর স্টিম্যাচের নেতৃত্বে এখন জাতীয় ফুটবল দলের শিবির চলছে কলকাতায়। ফুটবল পাগল শহর কলকাতায় ১৫ বছর পর ফের বসছে জাতীয় শিবির। শেষবার হয়েছিল ২০০৬ সালে। তবে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি-র হয়ে এএফসি খেলার জন্য  সুনীল ছেত্রী, প্রীতম কোটাল ও শুভাশিস বসুর মতো ফুটবলাররা শিবিরে নেই।  এএফসি শেষ করেই কলকাতায় চলে আসবেন তাঁরা। জানা যাচ্ছে যে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নেপালের বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। ওই জোড়া ম্যাচেই সাফে নামার আগে প্রস্তুতি সেরে নেবেন সুনীলরা।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)