নিজস্ব প্রতিবেদন :  ৫ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে অভিযান শুরু করবে ভারতীয় ফুটবল দল। ভারতের গ্রুপে রয়েছে বাংলাদেশ, ওমান, আফগানিস্তান আর কাতার। ভারতের ম্যাচ চলবে ২০২০ সাল পর্যন্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



বুধবার কুয়ালালামপুরে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ড্র অনুষ্ঠিত হল। এশিয়ান জোনের চল্লিশটি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। বিশ্বকাপের বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে বাংলাদেশ, ওমান, আফগানিস্তান আর কাতার। ৫সেপ্টেম্বর,২০১৯ থেকে শুরু বাছাই পর্বের ম্যাচ। চলবে ৯জুন,২০২০পর্যন্ত।



একনজরে দেখে নেওয়া যাক ভারতের ক্রীড়াসূচি-


৫ সেপ্টেম্বর,২০১৯ : ভারত বনাম ওমান(হোম)
১০ সেপ্টেম্বর,২০১৯ : কাতার বনাম ভারত(অ্যাওয়ে)
১৫ অক্টোবর,২০১৯ : ভারত বনাম বাংলাদেশ(হোম)
১৪ নভেম্বর,২০১৯ : আফগানিস্তান বনাম ভারত(অ্যাওয়ে)
১৯ নভেম্বর,২০১৯ : ওমান বনাম ভারত(অ্যাওয়ে)
২৬ মার্চ,২০২০ : ভারত বনাম কাতার(হোম)
৪ জুন,২০২০ : বাংলাদেশ বনাম ভারত(অ্যাওয়ে)
৯ জুন,২০২০ : ভারত বনাম আফগানিস্তান(হোম)


আরও পড়ুন - কলকাতায় প্রথমবার বসছে ডুরান্ড কাপের আসর, উদ্বোধনে মুখ্যমন্ত্রী