IND vs AUS: নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত!
নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সেই ব্যবধান বাড়িয়ে নিতে চাইছে বিরাটব্রিগেড।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপের আগে শেষ একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মঙ্গলবার দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া। অজিদের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই একমাত্র টার্গেট কোহলি অ্যান্ড কোম্পানির। টি-টোয়েন্টি সিরিজে হারের পর হায়দরাবাদে প্রথম একদিনের ম্যাচে ৬ উইকেটে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে ভারতীয় দলের। সিরিজে ১-০ তে এগিয়ে তারা। নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে সেই ব্যবধান বাড়িয়ে নিতে চাইছে বিরাটব্রিগেড।
প্রথম একদিনের ম্যাচে রান পাননি ওপেনার শিখর ধাওয়ান। নাগপুরে তাঁকে আরও একটা সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অজিদের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টিতে রান পাওয়া ওপেনার কেএল রাহুলকেও দেখে নেওয়া হতে পারে নাগপুরে। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বিজয় শঙ্করকে। তাঁর পরিবর্তে ঋষভ পন্থকে খেলানো হতে পারে। রবীন্দ্র জাদেজার জায়গায় প্রথম একাদশে ফিরতে পারেন যুজবেন্দ্র চাহল। 'কুলচা' জুটিকে ফের দেখা যেতে পারে নাগপুরে। হায়দরাবাদে মিডল অর্ডারে ধোনি-কেদার যাদব জুটি ভরসা জুগিয়েছে বিরাটকে। তেমনই অধিনায়ক কোহলিকে স্বস্তিতে রেখেছে জশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির আগুনে বোলিং।
আরও পড়ুন - লক্ষ্মণের বিশ্বকাপ দলে দীনেশ কার্তিক, নেই ঋষভ পন্থ!