নিজস্ব প্রতিবেদন: হকি খেলোয়াড়দের মাথা কামানো বিতর্কে তিন সদস্যের কমিটি তৈরি করল রাজ্য হকি সংস্থা। সচিব স্বপন ব্যানার্জি ছাড়াও কমিটিতে আছেন অলিম্পিয়ান গুরবক্স সিং আর গোপিনাথ ঘোষ। কমিটিতে ডাকা হচ্ছে অভিযুক্ত কোচকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রজারকে হারিয়ে চিচিপাসই যেন 'রাজা'! বললেন, "আমিই পৃথিবীর সুখী মানুষ"


বাংলার জুনিয়র হকি খেলোয়াড়দের মাথা কামানো বিতর্কে তোলপাড় গোটা দেশ। দেশের ক্রীড়ামহলে ছি ছি পড়ে গেছে। এই অবস্থায় গোটা ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি তৈরি করে ফেলল রাজ্য হকি সংস্থা। যাতে থাকছেন অলিম্পিয়ান গুরবক্স সিং। তদন্ত কমিটির সামনে ডাকা হচ্ছে অভিযুক্ত কোচ আর ম্যানেজারকে। শোনা হবে খেলোয়াড়দের বক্তব্য। তারপরই অভিযুক্ত কোচের ব্যাপারে নেওয়া হবে সিদ্ধান্ত। দেশজোড়া বিতর্কের পর খেলোয়াড়রা ফের একবার ক্ষোভ উগড়ে দিলেন কোচের উপর। কোচের নির্দেশেই তারা মাথা কামিয়েছেন বলে পরিষ্কার করে দেন তরুণ খেলোয়াড়রা।


আরও পড়ুন- ‘কেঁদো না, তুমি চমত্কার খেলেছ’, জয়ের পর বিপক্ষকে জড়িয়ে সান্ত্বনা সেরেনার