নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ২২ গজে এক বলই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এমন সহজ জয় থেকে ম্যাচ হেরে যাওয়া বিরলের থেকেও বিরলতম নজির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পাল্টে গেল বিশ্বকাপের বল


৪০ ওভারে ১৮৯ রান তাড়া করতে নেমে ৩৮ ওভারেই ১৮৬ রানে পৌঁছে যায় ব্যাটিং দল। ক্রিজে তখন ২ সেট ব্যাটসম্যান। হাতে রয়েছে ৭ উইকেট। ১২ বলে ৩ রান করলেই দল জিতবে। এই অবস্থা থেকে হেরে গেল ব্যাটিং দল। ম্যাচের শেষ ২ ওভারে পড়ল ৭ উইকেট। ১ রানে হারল হাই ওইকম্ব। অবিশ্বাস্যভাবে ম্যাচ নিজের পকেটে পুরল পিটারবোরো টাউন। ইংল্যান্ডের ঘরোয়া লিগে  পিটারবোরো টাউনের এই জয়ে হতভম্ব গোটা ক্রিকেট বিশ্ব।     


আরও পড়ুন- কখনও ঘুমোলেন, কখনও নাচলেন! মারাদোনা সব করলেন অসহ্য যন্ত্রণা নিয়ে


৩৯ তম ওভারে হ্যাটট্রিক করে এই ম্যাচকে স্মরণীয় করে রাখলেন কিয়েরন জোনস। শেষ ওভারে মাত্র এক রান দিয়ে ৩ উইকেট নিয়ে নজিরে নাম লেখালেন ড্যানি মালিকও।