নিজস্ব প্রতিবেদন: ২০১৬ সালের সেপ্টেম্বর মাস, উরির ক্ষত এখনও দগদগে। বছর তিনেকও হয়নি, ফের নাশকতা! অতর্কিত জঙ্গি হামলায় পুলওয়ামায় শহিদ হল ৪০জন (সরকারি পরিসংখ্যান অনুযায়ী) সেনা জওয়ান। গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। ১৩০ কোটির দেশ বদলা চায়। ভ্যালেন্টাইন সন্ধ্যা থেকে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে জোট বাঁধছে ফেসবুক, টুইটার। আলোচনা ও রক্তপাত একই সঙ্গে চলতে পারে না, এই বার্তা এসেছে সরকারের তরফেও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ‘তোমাদের সঙ্গে থাকব বাকি জীবনটা’, ছুটিতে বাড়ি ফিরে বলেছিলেন শহিদ সিআরপিএফ হাওড়ার বাবলু


এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কি না প্রমোশনাল টুইট করে বসেছেন বিশ্ব ক্রিকেটের রোল মডেল বিরাট কোহলি। বিরাটের টুইটে আছে ভ্যালেন্টাইন ডে-ও। পাশে দাঁড়িয়ে অনুষ্কা। ওপরে লেখা, ‘অ্যাবাউট লাস্ট নাইট উইথ মাই ভ্যালেন্টাইন।’



এরপর যা হওয়ার তাই হল। ভ্যালেন্টাইন ডে-কে ব্ল্যাক ডে ঘোষণা করা মানুষগুলো রে রে করে উঠলেন। এদের মধ্যে অনেকেই হয়ত পুলওয়ামা না ঘটলে বিরাট-অনুষ্কার ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বোল্ড অক্ষরে লিখতেন ‘লাভ গোল’। যদিও পরে পুলওয়ামায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন ভারত অধিনায়ক। টুইটে বিরাট লিখেছেন, “পুলওয়ামার ঘটনায় আমি বাকরুদ্ধ। শহিদ জওয়ানদের পরিবারের উদ্দেশে আমার সমবেদনা রইল। আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করি।”



অন্যদিকে গৌতম গম্ভীরকে দেখুন। দেশপ্রমিক গৌতির গম্ভীর গম্ভীর টুইট তাতিয়ে দিচ্ছে নেটিজেনদের। সে যাই থাকুক, টুইটে রীতিমতো যুদ্ধ ঘোষণার পথে হেঁটেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। পাকিস্তানের সঙ্গে অবশ্যই কথা বলা উচিত, তবে তা টেবিলে নয়। এবার কথা হবে রণক্ষেত্রে। গৌতির এই টুইটে আগুন লেগেছে সোশ্যাল সাইটে।


আর হার্দিক? কফি উইথ করণ-এ কলঙ্ক লাগিয়ে বাড়ি ফেরা ছেলেটা হাঁটল একেবারে অন্যপথে। ৪০ জন শহিদের উদ্দেশে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন হার্দিক। পাল্টে গিয়েছে তাঁর সোশ্যাল অ্যাকাউন্টগুলোর ডিপি। টুইটে সমবেদনা জানিয়ে পান্ডিয়া লিখেছেন, “পুলওয়ামার ঘটনায় আমি ব্যথিত। দেশের জন্য যে সিআরপিএফ জওয়ানরা প্রাণ দিয়েছেন তাদের পরিবারের পাশে আছি। আসুন এই অন্ধকার সময়ে ওদের পরিবারের পাশে দাঁড়াই এবং প্রার্থনা করি।”



আরও পড়ুন- পুলওয়ামায় জঙ্গি হানার ‘প্রতিশোধ’ নিতে সেনাকে পূর্ণ স্বাধীনতার ঘোষণা মোদীর