ওয়েব ডেস্ক: মরে না গেলে ফিরে আসা যায়। কথাটা বলেছিলেন, সেটাই প্রমাণ করলেন অবসর, চোট, বিতর্ক ভেঙে ফিরে এসে অলিম্পিকে ফের সোনা জিতলেন জলের রাজা মাইকেল ফেল্পস। অলিম্পিক অ্যাকোয়াটিক্স সেন্টারে ৪০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জিতলেন ফেল্পস। অলিম্পিকে এটা ফেল্পসের ১৯তম সোনা। ২৩ তম পদক। এত সোনা আর পদক অলিম্পিকের ইতিহাসে আর কোনও অ্যাথলিটের নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অলিম্পিকের পদক তালিকা


ফেল্পসের সঙ্গে সোনা জয়ী মার্কিন এই রিলে দলে ছিলেন সেলেব ড্রেসেল, রায়ান হেল্ড, নাথান আদ্রিয়ান। ড্রেসেলের পর ফেল্পস যখন জলে নেমেছিলেন তখন তাদের লিড খুব বেশি ছিল না। ফেল্পস জলে নামতেই মার্কিনীদের লিড, মনোবল দুটোই বেড়ে গেল। ফেল্পসদের এই সোনা জয়ের ইভেন্টে রূপো জিতল ফ্রান্স, ব্রোঞ্জ অস্ট্রেলিয়া।


অলিম্পিকে ফেল্পসের সোনা
২০০৪ এথেন্স-৬টা সোনা
২০০৮ বেজিং গেমসে- ৮টা সোনা
২০১২ লন্ডন গেমসে- ৪টে সোনা
২০১৬ রিও গেমসে-১টে সোনা (আপাতত)