ওয়েব ডেস্ক: প্রয়াত মার্টিন ক্রো। নিউজিল্যান্ড ক্রিকেটের সেরা রত্ন চলে গেলেন। যাওয়ার দিনে জেনে নেবেন না, ঠিক কে চলে গেলেন? তাই আজ মার্টিন ক্রো সম্পর্কে জেনে নিন এমন কিছু তথ্য, যাতে বুঝতে পারেন, কতটা ক্ষতি হয়ে গেল আজ ক্রিকেটের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) তাঁর পরিবারের সবাই ক্রিকেটার! বাবা ডেভ ক্রো দীর্ঘদিন ক্যান্টারবেরি এবং ওয়েলিংটনের হয়ে ক্রিকেট খেলেছেন। ভাই জেফ ক্রো নিউজিল্যান্ডের হয়ে প্রচুর একদিনের ম্যাচ এবং টেস্ট খেলেছেন।


২) ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয় মার্টিন ক্রোর। ওই সিরিজেই একদিনের ম্যাচেও অভিষেক হয় ক্রোর। টেস্টে করেছিলেন ৯ রান! আর একদিনের ম্যাচের অভিষেকে ব্যাট হাতেই নামতে হয়নি!


৩) নিউজিল্যান্ডের হয়ে সবথেকে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর নামেই। করেছেন মোট ১৭ টি সেঞ্চুরি।


৪) এখন নিউজিল্যান্ডের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা ক্রিকেটারের নাম ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু এই নামটা হতেই পারতো মার্টিন ক্রো। কারণ, তাঁর সর্বোচ্চ রান যে ২৯৯!


৫) ১৯৯২-এর বিশ্বকাপটা যেন একেবারে নিজের করে নিয়েছিলেন ক্রো। ৯ ম্যাচ খেলে করেছিলেন ৪৫৬ রান! গড় ছিল ১১৪!