ওয়েব ডেস্ক: শনিবার থেকে শুরু আইপিএল। খেলা তো দেখতে বসবেনই। কিন্তু তার আগে আপনাকে জানাই, এমন কিছু তথ্য যেগুলো সম্ভাবত আপনি জানেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) পীযুষ চাওলা আইপিএলে ৩৬০ ওভারেরও বেশি বল করেছেন। কিন্তু একটাও নো বল করেননি আজ পর্যন্ত! অশ্বিন, হার্দিক পাণ্ডিয়ারা যদি শিখতেন।


২) ডেল স্টেন আইপিএলে ২১২ টি ডট বল করেছেন! না, তাঁর থেকে বেশি ডট বল আইপিএলের ইতিহাসে আর কেউ করেননি।


৩) আইপিএলের পুরোনো ছটি দলের মধ্যে দিল্লি ডেয়ার ডেভিলসই একমাত্র দল, যারা কখনও ফাইনাল খেলেনি!


৪) অশোক দিন্দা এর আগে চারটি আলাদা আলাদা দলের হয়ে খেলেছেন। কিন্তু চারবারই তাঁর দল আইপিএলের শেষ চার দলের মধ্যে ছিল!


৫) পার্থিব প্যাটেল আইপিএলে ছটি আলাদা আলাদা দলের হয়ে খেলেছেন। তাঁর থেকে বেশি দলের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আর কারও নেই।