ওয়েব ডেস্ক: ২০১৫ সালেই রাজ্যের, দেশের, বিশ্বের নানা জায়গায় ক্রীড়াক্ষেত্রে এসেছে বদল। আইসিসি-র প্রেসিডেন্ট ছিলেন যে জগমোহন ডালমিয়া, তিনিও পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এবার এক ঝলকে দেখে নিন, কোন ৫ টি ক্রীড়া প্রশাসনিক বদল নজর কাটল ২০১৫ তে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) শ্রীনিবাসন - বিসিসিআই তথা ভারতীয় ক্রিকেটকে কুক্ষিগত করে রেখেছিলেন। তাঁকে পছন্দ করে এমন মানুষ কম সবুজ মাঠে। তাহলেও তিনি থাকতেন সবজায়গায়, খানিকটা কাঁঠালি কলা হয়েই। যদিও দর্প যে চূর্ণ হয়ই। তাই জাগতিক নিয়মেই শ্রীনিবাসনকে সরতে হল, তাঁর পদ থেকে। বিস্তারিত পড়ুন
 



২) সৌরভ গঙ্গোপাধ্যায় - খেলা ছেড়ে ঢুকে পড়েছিলেন ক্রীড়া সংগঠনে। সিএবিতে অন্যতম যুগ্মসচিব ছিলেনই। কিন্তু প্রয়াত হলেন জগমোহন ডালমিয়া। তাই স্বয়ং মুখ্যমন্ত্রীই কিনা সিএবি সভাপতি হিসেবে নাম ঘোষণা করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের! বিস্তারিত পড়ুন



৩) অঞ্জু ববি জর্জ - কেরলের স্পোর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দেশের এই কৃতী অ্যাথলিট। সাধারণত, অ্যাথলিটরা খেলা ছাড়ার পর কোচিংয়েই বেশি আসেন। পিটি উষাও যে তাই। অঞ্জু ববি জর্জ একটু অন্যরকম করলেন। মানুষের তাঁর কাছে তাই আশাও অনেক। দেখা যাক, অঞ্জু ঠিক কতটা ফিরিয়ে দিতে পারেন ট্র্যাককে। বিস্তারিত পড়ুন
 



৪) রজার বিনি - কোন এক অজ্ঞাত কারণে হঠাত্‍ই ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন কমিটি থেকে সরিয়ে দেওয়া হল রজার বিনিকে। বিসিসিআইয়ে যে শুধু যোগ্যতার দাম নেই, প্রমাণ হল আরও একবার। এই বিষয়ে বিস্তারিত পড়ুন
 


৫) জগমোহন ডালমিয়া - কত বড় ক্রিকেট প্রশাসক ছিলেন অল্প কথায় কেন অনেক বেশি কথা বলেও বোঝানো মুশকিল। সিএবি প্রেসিডেন্ট থেকে বিসিসিআই প্রেসিডেন্ট। পরে আবার আইসিসি-র প্রেসিডেন্টও। ক্রিকেটকে মাঠের বাইরে এগিয়ে নিয়ে গিয়েছেন অনেকটা। কিন্তু হঠাত্‍ই পৃথিবী ছাড়লেন। বিস্তারিত পড়ুন