ব্যুরো: নেইমারের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে বার্সেলোনা। ব্রাজিলীয় স্ট্রাইকারের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করতে চলেছে তারা।


শুক্রবারই নেইমার নতুন চুক্তিতে সই করবেন বলে বার্সেলোনা ক্লাব সূত্রে জানানো হয়েছে। দুহাজার তেরো সালে স্যান্টোস থেকে বার্সায় যোগ দিয়েছিলেন নেইমার। ইতিমধ্যেই বার্সেলোনার জার্সিতে নটা ট্রফি জেতা হয়ে গেছে তাঁর। স্প্যানিশ ক্লাবের হয়ে নব্বইটা গোলও করে ফেলছেন তিনি। নেইমারের ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করেছিল প্যারিস সেন্ট জার্মেইন সহ বেশ কয়েকটা ক্লাব। তাই ব্রাজিলীয় তারকার সঙ্গে দ্রুত নতুন চুক্তি চূড়ান্ত করার পথে লা লিগা চ্যাম্পিয়ন-রা।