নিজস্ব প্রতিবেদন: ৬৭ তম পুরুষদের সিনিয়র রাজ্য ভলিবল প্রতিযোগিতা শুরু হল আজ ।  সারা বাংলা থেকে ২২ টি দল অংশগ্রহণ করেছে। চারটি গ্রুপে ভাগ করে লিগ আর নকআউট ফরম্যাটের এই প্রতিযোগিতার প্রথমদিনে সাতটি ম্যাচ হয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিসিসিআই-কে মিতালির পত্রবোমা, “কোচের কাছেই হেনস্থা”! উঠল পক্ষপাতেরও অভিযোগ


ম্যাচের ফলাফল গুলি যথাক্রমে-


১) অগতা সম্মিলনী ৩-সপ্তর্ষি আথলেটিক ক্লাব ০


২) সাউথ সুবার্বান অ্যাসোসিয়েশন ৩- দর্জিপাড়া ব্যায়াম সমিতি ১


৩) মিলন সমিতি-৩ নেতাজি সংঘ ০


৪) ইস্টার্ন রেলওয়ে ৩- টালিগঞ্জ সুভাষ সংঘ ০


৫) ছাত্র সমিতি 3- পশ্চিমবঙ্গ পুলিস ০


৬) বরিষা সবুজ সংঘ ৩- যাত্রা শুরু সংঘ ০


 ৭) পুলিস এসি ৩ - বালি দেশবন্ধু ০ 



আজকের ম্যাচের অন্যতম আকর্ষণ ভলিমাঠের দুই প্রজন্ম। একজন শক্তিধারা সাহা এবং অন্যজন বাসন্তী দাস। আশির দশকে প্রথম বাঙালি মহিলা ভলিবল রেফারি হিসাবে দেশের  গণ্ডি পেরিয়েছিলেন শক্তিধারা সাহা। তারপর দীর্ঘ দুই দশক পরে বাসন্তী দাস দ্বিতীয় বাঙালি আন্তর্জাতিক ভলিবল রেফারি হিসাবে চলতি বছরের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ গ্রহন করেছিলেন। প্রসঙ্গত, মহিলাদের লিগ ম্যাচ ৪ ডিসেম্বর এবং পুরুষদের লিগ ম্যাচ ১১ ডিসেম্বর শেষ হবে।