নিজস্ব প্রতিনিধি : সাত বছরের ছেলে। কিন্তু ক্রিকেটীয় বাচনভঙ্গি দেখলে তা বিশ্বাস করে উঠতে পারবেন না হয়তো! মাত্র সাত বছর বয়স। এই বয়সেই স্পিনের জাদু ছড়াচ্ছে জম্মু-কাশ্মীরের এক খুদে। জম্মু-কাশ্মীরের গান্ডেরবাল জেলার এক মাঠে স্থানীয় এক ম্যাচে বোলিং করছিল আহমেদ। ছোটদের ম্যাচ। কিন্তু সেই স্থানীয় ম্যাচেই এমন কাণ্ড করল আহমেদ! তাঁর বোলিং ফুটেজ পৌঁছে গেল সুদূর অস্ট্রেলিয়ায়। আর সেখানে বসে সেই ফুটেজ দেখে চমকে উঠলেন অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  সচিন-লক্ষ্মণ-দ্রাবিড়ের ঘাড়ে নিঃশ্বাস কোহলির, ডনের দেশে অ্যাডভান্টেজ ভারত


এক সাংবাদিক তাঁর টুইটারে আহমেদের বোলিংয়ের ভিডিও তুলে ধরেন। ট্যাগ করেন শেন ওয়ার্নকে। তলায় লেখেন, ''এটাই কি শতাব্দীর সেরা বল? প্রায় দেড় মিটার টার্ন করা একটা গুগলি। শেন ওয়ার্ন দেখুন, আপনার জন্য প্রতিযোগিতার শুরু।'' ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীন সেই ভিডিও দেখলেন ওয়ার্ন। তার পর টুইটের উত্তর দিয়ে লিখলেন, ''অসাধারণ। দারুণ বল করলে খুদে বোলার।'' এখনও পর্যন্ত প্রায় ৬৪ হাজার দর্শক আহমেদের সেই দুর্দান্ত বোলিংয়ের ভিডিও দেখে ফেলেছেন।