IPL 2020: হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে বিরাট শিবিরে ক্যাপ্টেন কোহলির স্লোগান `A Comeback And A Half`
ম্যাচ জিতে ড্রেসিং রুমে ফিরেই তাই বিরাট কোহলিকে বলতে শোনা গেল
নিজস্ব প্রতিবেদন: হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় দিয়েই আমিরশাহিতে আইপিএল অভিযান শুরু করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়েছে আরসিবি। আর ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজে কোহলি-এবিডিরা। ড্রেসিংরুমে ফিরে সেলিব্রেশনের অন্যরকম ছবি ধরা পড়ল।
আসলে আইপিএলের পুরনো সব ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার আমিরশাহিতে নতুন করে সবকিছু শুরু করতে চায় কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আত্মবিশ্বাসের ঝলক দেখা গেল বিরাট-উমেশ-চাহল-ডিভিলিয়ার্সদের শরীরী ভাষায়। ম্যাচ জিতে রয়্যাল ড্রেসিং রুমে সেই ছবিই ধরা পড়ল প্রতি মুহূর্তে। বিরাটের আগ্রাসন যেন ছড়িয়ে পড়ল ড্রেসিং রুমেও।
প্রত্যাবর্তন আর জয়ের মন্ত্রই বিরাটদের সাফল্যের বড় অস্ত্র। ম্যাচ জিতে ড্রেসিং রুমে ফিরেই তাই বিরাট কোহলিকে বলতে শোনা গেল, "দ্যাটস আ কামব্যাক অ্যান্ড আ হাফ বয়েজ। দ্যাটস আ কামব্যাক অ্যান্ড আ হাফ। " ক্যাপ্টেন কোহলির সঙ্গে জয়ের উচ্ছ্বাসে মাতলেন দেবদূত, ডেল স্টেইনরাও। পরের ম্যাচ বৃহস্পতিবার। ওই ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে আরসিবি।
আরও পড়ুন- IPL 2020: RCB-র জয়ে ম্যাচের সেরা চাহল, দেখে নেচেই ফেললেন হবু স্ত্রী ধনশ্রী