অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ভারতীয় ফুটবলে অন্যতম পাওয়ারহাউস মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giant, MBSG)! এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, সাম্প্রতিক অতীতে, ধারাবাহিক ট্রফির বিচারে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাবের ধারেকাছে কোনও ক্লাব নেই। মোহনবাগান বিগত কয়েক বছরে যা টিম করেছে, তা কার্যত প্রতিপক্ষের কাছে হয়ে গিয়েছে ত্রাসের বিজ্ঞাপন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসন্ন আইএসএলের (ISL) কথা মাথায় রেখে সবুজ-মেরুন তৈরি করছে আগুনে স্কোয়াড। জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের পাশে এবার দেখা যাবে আরও এক অস্ট্রেলীয়কে। বাগানের জার্সিতে দেখা যাবে বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren)। তাঁর সঙ্গে চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলেছে মোহনবাগান। আর কিছুদিনের মধ্য়েই ঘোষণা। জেমির আগমনী বার্তা দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।


আরও পড়ুন: ডুরান্ড-সিএফএলে গোলবন্যা! তিনি জাতীয় দলের আগামীর সম্পদ, ডেভিড এখন লাল-হলুদের



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)