নিজস্ব প্রতিবেদন: ২৫ শে জুন, ১৯৮৩ সাল। ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিনটি। অন্যতম বৃহৎ অ্যাচিভমেন্টের সাক্ষী ছিল গোটা বিশ্ব। লর্ডসের মাঠে কপিল দেবের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে বিশ্বকাপ (World Cup) জিতেছিল ভারত (India)। শুধু সাধারণ একটা জয় নয়। ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) নতুন অধ্যায় শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ১৯৮৩ এর বিশ্বকাপ জয়। অপ্রতিরোধ্য গত দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কপিল দেবের (Kapil Dev) অদম্য লড়াই এবং শেষে আইকনিক লর্ডসে হাতে ট্রফি তুলে নেওয়া, আজও জাতীয় স্তরের প্লেয়ার তৈরিতে ইচ্ছাশক্তির রসদ জুগিয়ে যাচ্ছে।     



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের শুরুটা খুব ভালো হয়নি ভারতের। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ লয়েড ভারতকে ব্যাটিংয়ের সুযোগ দেয়। ওপেনার সুনীল গাভাস্কার আউট হন মাত্র ২ রানে। ৬০ ওভারের মধ্যে ৫৪.৩ ওভারে ১৮৩ রানে অলআউট হয় ভারত। 



এরপর প্রতিপক্ষের ব্যাটিংয়ে ভিভিয়ান রিচার্ডসের ভুল শটই পাশা পাল্টে দেয়। কপিল দেবের ক্যাচে আউট হন তিনি। ৬৬ রানেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য তখনও দরকার ১১৭ রান। আপ্রাণ চেষ্টা করেও ঘুরে দাঁড়ানো হয়নি। ১৪০ রানে অলআউট ক্যারিবিয়ান ব্রিগেড। এরপর আরও ২৮ বছর পর ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জয় করে টিম ইন্ডিয়া। ১৯৮৩ এর বিশ্বকাপ জয়ের আজ ৩৮ বছর পার। দিনটিকে স্মরণীয় করে রাখতে টুইটারে উদযাপন নেটিজেনদের।