জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা ময়দানে প্রিয় দলের খেলা দেখতে গিয়ে মৃত্যু হল এক ফুটবলপ্রেমীর। বাড়িতে গিয়ে পরিবারের লোককে সমবেদনা জানালেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও সহ সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ণ সাহা, মহামেডান স্পোর্টিং ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Kolkata Derby: ১৯ বছর পর সেই স্বপ্নের মাহেন্দ্রক্ষণ! ডুরান্ড ফাইনালে East Bengal vs Mohun Bagan


জানা গিয়েছে, মৃতের নাম  সিরাজউদ্দিন। বাড়ি, খিদিরপুরের ডাঃ সুধীর বোসে রোড। মহামেডানের সমর্থক ছিলেন তিনি। খেলা দেখতে মাঠে যেতেন নিয়মিত। ময়দানে পরিচিত ছিলেন রাজকুমার নামে।


ময়দানে এখন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলা চলছে। এদিন আর্মি রেড দলের বিরুদ্ধে মহামেডানের ম্যাচ নৈশালোকে। মহমেডানের তরফে জানানো হয়েছে যে, ম্যাচ চলাকালীন হৃদ্‌রোগে আক্রান্ত হন সিরাজ। সঙ্গে সঙ্গে  আইএফএ-র অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই মহামেডান সমর্থককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতে মৃতের বাড়িতে যান   আইএফএ সভাপতি, সচিব। সঙ্গে মহামেডা ক্লাবের সচিবও।


এদিকে মহামেডান ও আর্মি রেড দলের খেলা শেষ হয় ১-১ গোলে। ৬৭ মিনিটের মাথায় লিড নেয় আর্মি রেড। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে সেই গোল শোধ করে সাদা-কালো ব্রিগেড। মহমেডানের হয়ে গোল করেন ডেভিড লালহনসঙ্গা।


আরও পড়ুন:EXPLAINED | IND vs PAK: হচ্ছে না ভারত-পাক ম্যাচ! চলে এল বুক ভাঙা আপডেট, ভাঙছে অনুরাগীদের স্বপ্ন...



 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)