বাংলাদেশের ধোনির কাটামুন্ডুর পাল্টা এবার ভারতের `মওকা`
এশিয়া কাপে তাস্কিন আহমেদের হাতে দেখা গিয়েছিল ধোনির কাঁটা মুণ্ডু। তা সত্ত্বেও আটকানো যায়নি ভারতের জয়। তাই এবার বিশ্বকাপ জিততে সেই মুণ্ডুই বাংলাদেশ অধিনায়কের মাথায় বসানোর পরামর্শ দিলেন এক ইণ্ডিয়ান স্টুডিওর ফটোশপ `এক্সপার্ট`। কারণ বাংলাদেশের বিশ্বকাপ হাতে ছবি তোলার এটাই একমাত্র `মওকা`।
ওয়েব ডেস্ক: এশিয়া কাপে তাস্কিন আহমেদের হাতে দেখা গিয়েছিল ধোনির কাঁটা মুণ্ডু। তা সত্ত্বেও আটকানো যায়নি ভারতের জয়। তাই এবার বিশ্বকাপ জিততে সেই মুণ্ডুই বাংলাদেশ অধিনায়কের মাথায় বসানোর পরামর্শ দিলেন এক ইণ্ডিয়ান স্টুডিওর ফটোশপ 'এক্সপার্ট'। কারণ বাংলাদেশের বিশ্বকাপ হাতে ছবি তোলার এটাই একমাত্র 'মওকা'।
না, এসব সত্যি নয়। এশিয়া কাপের ফটোশপ পোস্টারের পাল্টা দিতে তৈরি হয়েছে এক নতুন 'মওকা মওকা' ভিডিও। এখানে 'মওকা' পাকিস্তানের নয়, বাংলাদশের। এই ভিডিওয় দেখানো হয়েছে একটি স্টুডিওয় ছবি তুলতে আসেন পাকিস্তান অধিনায়ক। তাঁর দাবি ছবি হতে হবে হাতে বিশ্বকাপ নিয়ে। ফটোগ্রাফার জানান, ফটোশপে এ কাজ কোনও ব্যপারই নয়। খুশি হয়ে চলে যান পাক অধিনায়ক। একই দাবি জানান বাংলাদেশ অধিনায়কও। তাঁকেও একই উত্তর দেন ফটোগ্রাফার। কিন্তু তাঁর চাই আসল বিশ্বকাপ। তখন ফটোগ্রাফার বুঝিয়ে দেন কীভাবে মিলবে আসল বিশ্বকাপ জেতার 'মওকা'। কি বললেন ফটোগ্রাফার তা জানতে দেখুন ভিডিও।