জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল ম্যাচে কুৎসিত নিদর্শন স্থাপন করল নাইজিরিয়ার (Nigeria) দুই ক্লাব। যা দেখে হাসির চেয়ে ফুটবলপ্রেমীদের বিরক্তিই বেড়েছে। সম্প্রতি চলতি বছরের ওগুন স্টেট এফএ কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল রেমো স্টারস (Remo Stars) ও ইজেবু ইউনাইটেড (Ijebu United)। ম্যাচে নির্ধারিত সময়ে কোনও দলই কোনও গোল করতে পারেনি। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ইজেবু ইউনাইটেড পেনাল্টি মারার সময়ে বিপক্ষ গোলকিপার দাঁড়িয়ে থেকে গোল খান। কোনও নড়াচড়া বা ডাইভ দেওয়ার চেষ্টাই করেননি তিনি। আর রেমো স্টারস পেনাল্টি মারার সময়ে তাদের এক ফুটবলার গোল লক্ষ্য করে মারার পরিবর্তে মেরে দেয় সাইডলাইনের দিকে। ফাইনাল ম্যাচের এই আশ্চর্যজনক ভিডিয়ো প্রকাশ হতেই আলোড়ন পড়েছে নাইজিরিয়ার ফুটবলে (Nigerian football)।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টিভিতে এই ফাইনাল ম্যাচের ভিডিয়ো দেখার পরে এমেকা এজুগো, চিমা ওকোরির দেশের কারও কারও প্রশ্ন, "এটি কি ম্যাচ গড়াপেটা"? কারও কারও হতাশ প্রশ্ন, "নাইজিরিয়ার ফুটবলে এটা কী হচ্ছে?" কেউ আবার বিস্ময়ে লিখেছেন, "জীবনে দেখিনি কোনও ফুটবলার পেনাল্টি মারতে এসে তা সাইডলাইনে পাঠিয়ে দিচ্ছেন","মুখের ভাষা হারিয়ে ফেলেছি।" 


নাইজিরিয়ার ফুটবল সমথর্ক ও সাংবাদিকদের একটা বড় অংশের অনুমান এ ক্ষেত্রে ম্যাচ গড়াপেটাই হয়ে থাকতে পারে। খেলায় ইজেবু ইউনাইটেড ৩-০ জিতে চ্যাম্পিয়ন হয় শেষ পর্যন্ত।


আরও পড়ুন: Virat Kohli: ফের 'বিরাট' ব্যর্থতা নিয়ে কড়া মন্তব্য করলেন কপিল দেব! কী বললেন?


আরও পড়ুন: PV Sindhu : সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে সিন্ধু


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta A)