ব্যালন ডি`ওর পাচ্ছেন মেসিই? নেটদুনিয়ায় ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে
মেসি-রোনাল্ডোরা কতগুলি করে ভোট পেয়েছেন তার হিসেব রয়েছে। এই তালিকা সত্যি কিনা সেটা নিয়েই বিতর্ক শুরু হয়েছে!
নিজস্ব প্রতিবেদন : প্যারিসে আজ রাতে ব্যালন ডি'ওর-এর লড়াই। সেরা হওয়ার দৌড়ে মেসির সঙ্গে লড়াই লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভ্যান ডিক আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ১৮০ জন সাংবাদিকের ভোটের ভিত্তিতে ফয়সালা হবে এ বছরের সেরা ফুটবলার কে?
আরও পড়ুন - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করল বিসিসিআই
কিন্তু রবিবার থেকেই ব্যালন ডি'ওর ঘিরে বিতর্ক তুঙ্গে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি- সবচেয়ে বেশি ভোট পেয়ে ফের ব্যালন ডি'ওর জিতবেন এলএমটেন। মেসি-রোনাল্ডোরা কতগুলি করে ভোট পেয়েছেন তার হিসেব রয়েছে। এই তালিকা সত্যি কিনা সেটা নিয়েই বিতর্ক শুরু হয়েছে!
গত মরশুমে লা লিগায় ৩৬ গোল করা মেসিই ব্যালন ডি'ওর জেতার দৌড়ে ফেভারিট। প্যারিসে পুরস্কার জিতলে প্রথম ফুটবলার হিসাবে ছয়বারের জন্য ব্যালন ডি'ওর জিতবেন এল এম টেন। মেসিকে টক্কর দিতে তৈরি চ্যাম্পিয়ন্স লিগ জেতা লিভারপুলের তারকা ডিফেন্ডার ভ্যান ডিক। মেসি-ভ্যান ডিকের সঙ্গে লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেয়েদের ব্যালন ডি'ওর জেতার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন মেয়েদের বিশ্বকাপে সোনার বলজয়ী আমেরিকার তারকা ফুটবলার মেগান র্যাপিনো।