নিজস্ব প্রতিনিধি : অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্রিস গেইল। কিন্তু সেটা আইপিএলে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তা রেকর্ড হয়নি। না হলে টি-২০ ক্রিকেটের কথা উঠলে এক কথায় তিনিই তো 'বস'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  'ফিয়ারলেস' ক্রিকেট খেলতে চান, ইংল্যান্ডে টি-২০ সিরিজ শুরুর আগে বললেন বিরাট


আন্তর্জাতিক টি-২০- তে এবার নতুন অ্যারন ফিঞ্চ। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ১৭২ রান করে শিখরে বসে পড়লেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ম্যাচে এমন রেকর্ড করলেন তিনি। এর আগে ২০১৩-য় ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৬ রান করেছিলেন ফিঞ্চ। এতদিন পর্যন্ত সেটাই ছিল তাঁর নিজস্ব সর্বোচ্চ রান। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২২৯ রান তোলে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটির পার্টনারশিপে ১৯.২ ওভারে ২২৩ রান তোলে অজিরা। তার পরই ইনিংসের শেষ ওভারে ফিঞ্চ আউট হন। তাঁর আউট হওয়াটাও দুর্ভাগ্যজনক। মুজারাবানির ডেলিভারি কাট করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন ফিঞ্চ। ব্যাট গিয়ে লাগে উইকেটে। ফলে আম্পায়ার তাঁকে হিট উইকেট-এর জন্য আউট দিয়ে দেন।


আরও পড়ুন-  ভুয়া ডিগ্রি! চাকরি খোয়াতে পারেন ভারতীয় ক্রিকেটার


মাত্র ৭৬ বল খেলে ১৭২ রান করেছেন ফিঞ্চ। ১০টা ছয় ও ১৬টা বাউন্ডারির সৌজন্যে। অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ডিএম শর্ট ৪৬ রান করেছেন। ফিঞ্চের এমন ইনিংসের সৌজন্যে জিম্বাবোয়েকে হারিয়েছে অস্ট্রেলিয়া।