নিজস্ব প্রতিবেদন: অবসর ভেঙে বাইশ গজে ফিরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে পারেন এবি ডিভিলিয়ার্স। ক্রিকেট সাউথ আফ্রিকা তাঁকে এমনই প্রস্তাব দিয়েছে বলে বুধবার নেটদুনিয়ায় খবর ছড়িয়ে পড়ে। এই খবরের কোনও সত্যতা নেই , পুরোটাই স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন স্বয়ং এবিডি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এক সর্বভারতীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারের ভিত্তিতে লকডাউনে ডিভিলিয়ার্সের ভক্তরা সুখবরটা পেয়েছিলেন। এমনিতেই করোনার জেরে জাতীয় দলে এবি ডিভিলিয়ার্সের কামব্যাক পিছিয়ে পড়ে। তার মাঝেই ছড়িয়ে পড়ে যে, শুধুমাত্র জাতীয় দলে কামব্যাক নয়, ফের দক্ষিণ আফ্রিকার নেতৃত্বভার নেওয়ার প্রস্তাব ডিভিলিয়ার্সকে দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। খবরটি পুরোপুরি ভিত্তিহীন।


টুইটারে এবিডি লিখেছেন," বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ক্রিকেট সাউথ আফ্রিকা আমাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছে-এটা পুরোপুরি মিথ্যা। এই পরিস্থিতিতে কোন কথাটা বিশ্বাস করবেন সেটাই বোঝা দায়! কঠিন সময়, সবাই নিরাপদে থাকুন! "



আসলে অবসর ভেঙে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন এবিডি। কিন্তু তা সম্ভব হয়নি। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের দক্ষিণ আফ্রিকার জার্সিতে দেখা যেতে পারে এবিডি-কে! ক্রিকেট বিশ্বে যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের কথায় উদ্বুদ্ধ হয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা করে ফেলেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু সেই সব পরিকল্পনায় জল ঢেলে দেয় মারণ ভাইরাস করোনা। করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে সব খেলায় ফুলস্টপ পড়ে গিয়েছে। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই অবসর ভেঙে জাতীয় দলে কামব্যাকটাও ডিভিলিয়ার্সের জন্য পিছিয়ে যাচ্ছে।



আরও পড়ুন - নক্ষত্রপতন! ঋষি কাপুরের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল