নিজস্ব প্রতিবেদন: রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিরাটের অভিনব স্কুপ শটের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। সাধারণভাবে কিং কোহলিকে এই ধরনের শট মারতে দেখা যায় না। কিন্তু ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অ্যান্ড্রু টাইয়ের বলে স্কুপ করে বিরাট ছয় মারার পরেই জোর আলোচনা শুরু হয় নেট দুনিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে কি বন্ধু এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে এই শট শিখেছেন কোহলি? কিং কোহলির স্কুপ শট নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা। ম্যাচ শেষে স্কুপ শট নিয়ে প্রশ্ন করা হয় বিরাট কোহলিকে। উত্তরে ক্যাপ্টেন কোহলি বলেন, "এবি ডি ভিলিয়ার্সের মতো শটটা ছিল সত্যি! আমি শটটা মারার পর হার্দিককে গিয়ে বলি টাই কিন্তু এরকম শট আশা করেনি। হার্দিক জানায় ও নাকি এমনটা ভাবেনি।"


এরপর কোহলি বলেন, "এবি-র কাছে জানতে চাইব, আমার স্কুপটা কেমন লেগেছে?"


 



ডিভিলিয়ার্স অবশ্য টুইট করে জানিয়েছেন স্কুপ শটটা তাঁর নাকি দারুণ লেগেছে।


 


আরও পড়ুন - AUS vs IND: রোহিত-বুমরাহদের ছাড়া সিরিজ জিতে তৃপ্ত কোহলি