নিজস্ব প্রতিবেদন: আইপিএল-এ তাঁর সেরা একাদশ এবার বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স। একেবারে নিয়ম মেনেই দলে রেখেছেন চার বিদেশি। নিজে ব্যাট করবেন চার নম্বরে সেটাও ঠিক করে রেখেছেন।  কিন্তু ডিভিলিয়ার্সের দলের নেতৃত্ব কে দেবেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে আলোচনায় তাঁর সেরা আইপিএল দল বেছে নিয়েছেন এবিডি।  দলের ওপেনিংয়ে রেখেছেন দিল্লিতে তাঁর সতীর্থ বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে রোহিত শর্মাকে। গত পাঁচ বছরে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বলে রোহিত শর্মাকে সার্টিফিকেট দিলেন তিনি।  তিন নম্বরে অবশ্যই তাঁর বন্ধু ভারত অধিনায়ক বিরাট কোহলিকে রেখেছেন।  চার নম্বরে নিজে ব্যাটিং করবেন। পাঁচে বেন স্টোকস। ছয় নম্বরে মহেন্দ্র সিং ধোনি। দলের অধিনায়কও তিনিই।


সাত নম্বরে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আটে আফগান স্পিনার রশিদ খান।  দলে তিন পেসার ভুবনেশ্বর কুমার,  কাগিসো রাবাদা এবং জশপ্রীত বুমরাহ। অর্থাত্ ডিভিলিয়ার্সের দলে তিনি ছাড়া বাকি বিদেশিরা হলেন বেন স্টোকস, রশিদ খান এবং কাগিসো রাবাদা। তবে চার নম্বরে নিজেকে ছাড়াও স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনকে পরিবর্ত হিসেবে রেখেছেন।



আরও পড়ুন - একাকীত্ব থেকে অবসাদ, তারপরেই অবসরের সিদ্ধান্ত নেন এবিডি