ওয়েব ডেস্ক: বর্তমান ক্রিকেট বিশ্বে জনপ্রিয়তার আর পরিসংখ্যানে বিচারে দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্সের জুড়িমেলা ভার। এবি মানেই বাইশ গজে ঝড়। ক্রিকেট বিশ্বে এবি মানেই কিছু স্পেশাল। আজ, বুধবার এবি-র জন্মদিন। আসুন জেনে নিন ক্রিকেটার এবি-র বাইরে ৬টা প্রতিভার কথা যা শুনলে অবাক হয়ে বলতে হয় 'একজন মানুষের এত গুণ!'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) জুনিয়র স্তরে হকিতে দেশের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছিলেন।


২) দক্ষিণ আফ্রিকার জুনিয়র রাগবি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন ডেভিলিয়ার্স।


৩) স্কুল স্তরে সাঁতারে ৬টা রেকর্ড গড়েছেন এবি।


৪) অনুর্ধ্ব ১৯ ন্যাশানাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবি।


৫) জুনিয়ার ডেভিস কাপ টেনিস দলের সদস্য ছিলেন।


৬) জুনিয়ার অ্যাথলেটিক্সে ১০০ মিটার দৌড়ে দেশের দ্রুততম ছিলেন এবি।


পাশাপাশি গল্ফটাও ভাল খেলেন এবি