নিজস্ব প্রতিবেদন: বয়স ৩৭! কিন্তু তাঁর সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস তরুণ ক্রিকেটারদেরও ঈর্ষার কারণ। আইপিএলে যেভাবে এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) খেলছেন, তাতে করে কেউ বলবে না যে, তিনি দু'বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। রবিবার কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে আইপিএলে জয়ের হ্যাটট্রিক করে ফেলল বিরাট কোহিল (Virat Kohli) অ্যান্ড কোং। আর এই ম্যাচেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে ঝলসেছেন মিস্টার থ্রিসিক্সটি (Mr. 360) । এদিন এবিডি অপরাজিত থাকলেন ৩৪ বলে ৭৬ রানে অপরাজিত থাকলেন। ৯টি চার ও ৩টি ছয়ের ইনিংসে ডিভিলিয়ার্স বোঝালেন কেন তিনি আরসিবি-র ব্যাটিংয়ের অন্যতম ভরসা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2021, RCB vs KKR: জয়ের হ্যাটট্রিক কোহলিদের, ব্য়াক-টু-ব্যাক হার কলকাতার


ম্যাচের পর এবিডি জানাচ্ছেন যে, তিনি দেশের হয়ে ভারতের মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে চান (T20 World Cup)। তবে জাতীয় দলে ফেরার ব্যাপারে তিনি দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের (Mark Boucher) সঙ্গে কথা বলতে চান। তবে এবিডি এও বলছেন যে, এই মুহূর্তে তাঁর দলে ফেরাটাও হয়তো সহজ হবে না। কারণ দল প্রায় সেট হয়ে গিয়েছে। নিজেই দলে নিজের জায়গা নিয়ে সন্দিহান। এবিডি বলছেন, "আমাদ সঙ্গে আইপিএলের মাঝ পথেই কোচের সঙ্গে কথা হবে। গত বছর বাউচার জিজ্ঞাসা করেছিলেন যে, আমি ফিরতে আগ্রহী কি না! আমি বলেছিলাম অবশ্য়ই। আইপিএল শেষ হলেই আমার ফর্ম ও ফিটনেসের ব্যাপারটাও দেখতে হবে। তবে কোচকে এটাও মাথায় রাখতে হবে যে, যারা ধারাবাহিক ভাবে দলে পারফর্ম করে যাচ্ছে, তাদের কথা আগে ভাবতে হবে। যদি আমার জন্য কোনও জায়গা না থাকে, আমি সেটা মেন নেব। যদি খেলতে পারি দারুণ হবে। আইপিএলে শেষ হলেই কথা বলে পরিকল্পনা করতে হবে কোচের সঙ্গে।"