ডেভিলিয়ার্সের ৮৭-০ এর অচেনা রেকর্ড
আইপিএলে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি ও বাউন্ডারি হাঁকানোর তালিকায় তিনি ওপরের দিকে। এবারের আইপিএলে ৩৭টি ছক্কা হাঁকিয়েছেন। সেই এবি ডেভিলিয়ার্সরকে আন্তর্জাতিক ক্রিকেটে অচেনা দেখাচ্ছে। আইপিএলে চার-ছয়ের বন্যা বইয়ে গায়নায় ত্রিদেশীয় সিরিজে দুটো ম্যাচ মোট ৮৭টা বল খেলে একটাও চার বা ছক্কা হাঁকাতে পারেননি।
ওয়েব ডেস্ক: আইপিএলে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি ও বাউন্ডারি হাঁকানোর তালিকায় তিনি ওপরের দিকে। এবারের আইপিএলে ৩৭টি ছক্কা হাঁকিয়েছেন। সেই এবি ডেভিলিয়ার্সরকে আন্তর্জাতিক ক্রিকেটে অচেনা দেখাচ্ছে। আইপিএলে চার-ছয়ের বন্যা বইয়ে গায়নায় ত্রিদেশীয় সিরিজে দুটো ম্যাচ মোট ৮৭টা বল খেলে একটাও চার বা ছক্কা হাঁকাতে পারেননি।
গায়নায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রোটিয়া অধিনায়ক ৪৯ বল খেলে করেন ৩১ রান। তাতে কোনও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকাননি। এরপর গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ৩৮টা বল খেলে এবি করেন ২২ করেন। এই ইনিংসেও কোনও চার-ছক্কা নেই।
দেখে মনে হচ্ছে ডেভিলিয়ার্স যেন বাউন্ডারি হাঁকাতে ভুলেই গিয়েছেন। অথচ এবি ক্রিজে থাকা মানেই অন্তত ৯টা বল পিছু একটা বাউন্ডারি হয়ই। অবশ্য এটাও ঠিক গায়নার ঘূর্ণি পিচে বাউন্ডারি হাঁকানোর কাজটা খুব সহজ নয়, যতটা সহজ পাটা আইপিএলের উইকেটে। কিন্তু নামটা যেহেতু এবি। তাঁর ব্যাটিং স্টাইল, ৩৬০ ডিগ্রি শট। এসবের সঙ্গে ৮৭ বল বাউন্ডারি না মারাটা খবর হওয়ার মতই বৈকি। নামটা এবি বলেই মনে হচ্ছে এবার গায়নায় চার-ছক্কার বন্যা বইবে। যদিও পিচ এমন সম্ভাবনাকে খুব বেশি সমর্থন করছে না।