নিজস্ব প্রতিবেদন : ভারতের কাছে বিশ্বকাপের ম্যাচে হারের পর একদল পাকিস্তানি সমর্থক পোস্টার লিখেছিলেন, কাশ্মীর চাই না, বিরাট কোহলিকে আমাদের দিয়ে দিন। সেই পোস্টার-এর ছবি ইন্টারনেটে ছড়িয়েছিল। হাসির রোল উঠেছিল ভারতীয় সমর্থকদের মধ্যে। এবার পাকিস্তানের এক প্রাক্তন তারকা হার্দিক পান্ডিয়াকে চেয়ে বসলেন। তবে এবার আর তিনি পান্ডিয়াকে পাকিস্তানের হয়ে খেলানোর জন্য চাইলেন না। বরং বললেন, পান্ডিয়াকে পেলে তিনি বিশ্বসেরা অলরাউন্ডার বানিয়ে দিতে পারেন। এমনই দাবি করেছেন আব্দুল রজ্জাক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ভারতের সাহায্য চাইলেন পাকিস্তানের শোয়েব আখতার



ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন পান্ডিয়া। ধোনি ও পান্ডিয়া ৭০ রানের পার্টনারশিপ খেলেন। পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই ভারতীয় দলের ইনিংস শেষ পর্যন্ত ২৬৮ রানে পৌঁছয়। এর পর বল হাতে এক উইকেট নেন পান্ডিয়া। এত ভাল পারফরম্যান্সের পর আব্দুল রজ্জাকের মনে হচ্ছে, পান্ডিয়া এখনও বিশ্বসেরা অলরাউন্ডার তকমা পাওয়ার জন্য তৈরি নন। তিনি পান্ডিয়ার অনেক দুর্বল দিক লক্ষ্য করেছেন বলে জানালেন। পান্ডিয়ার ব্যাটিং টেকনিকে খুঁত ধরেছেন আব্দুল রজ্জাক। তাই তিনি বলেছেন, ''পান্ডিয়াকে দুই সপ্তাহের জন্য আমার কাছে পাঠানো হোক। আমি ওকে বিশ্বের সেরা অলরাউন্ডার বানিয়ে দেব।''


আরও পড়ুন-  টিকটকে মহম্মদ শামি! বখাটে, নির্লজ্জ বলে গালমন্দ হাসিন জাহানের



পান্ডিয়ার ব্যাটিং টেকনিক-এর বিশ্লেষণ করতে গিয়ে রজ্জাক বলছিলেন, ''আমি হার্দিক পান্ডিয়ার ব্যাটিং লক্ষ্য করছিলাম। ব্যাটিংয়ের সময় ওর শরীর ভারসাম্য ঠিক ছিল না বলে আমার মনে হয়। ওর ফুটওয়ার্ক ঠিকঠাক ছিল না। ফুটওয়ার্ক-এর জন্য ও যে কোনও সময় আউট হয়ে যেতে পারত। বিসিসিআই যদি পান্ডিয়াকে বিশ্বসেরা অলরাউন্ডার বানাতে চায় তা হলে আমি সব সময় তৈরি। ওকে যদি আমি কোচিং করাই তা হলে পান্ডিয়া বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে উঠবে।''