নিজস্ব প্রতিবেদন: অবশেষে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন গোলরক্ষক কোচ আবদুল সিদ্দিকি। গত এক সপ্তাহ ধরে কোনও গোলরক্ষক কোচকে ছাড়াই অনুশীলন করে গিয়েছেন লুইস ব্যারেটো, মির্সাদরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিদ্দিকিকে নিয়ে ক্লাবের অন্দরেই রহস্য তৈরি হয়েছিল। খালিদ জামিলের ঘনিষ্ঠ সিদ্দিকি ম্যাচের আগেরদিন দলের সঙ্গে যোগ দেওয়াটা নিয়ম করে ফেলেছিলেন। আর ম্যাচের পরের দিনই তাকে আর দেখা যেত না। এদিকে গোলরক্ষক হিসেবে কেরেলার সিকে উমেদকে সই করিয়েছেন লালহলুদ কর্তারা।


আইজলের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে নিজের প্রথম একাদশ মোটামুটি গুছিয়ে ফেলেছেন খালিদ। তাঁর দলে পাকা নয় অধিনায়ক অর্ণব মণ্ডলের জায়গা। প্রাথমিকভাবে এক স্ট্রাইকারে খেলতে চাইছেন খালিদ। প্লাজার শুরু থেকে খেলার সম্ভাবনাই বেশি। গোলে খেলতে পারেন লুইস ব্যারেটো। রক্ষণে এডুয়ার্ডার সঙ্গী হিসেবে এগিয়ে সালামরঞ্জন সিং। মাঝমাঠে একটু পিছনে বাজু। দুই অ্যাটাকিং মিডফিল্ডার আমনা ও কাতসুমি। উইংয়ে মুম্বইকারের পছন্দ জ্যান মাভিয়া ও ব্রেন্ডন।