নিজস্ব প্রতিবেদন : জসপ্রিত বুমরাকে নিয়ে এত বড় কথা বলার ধৃষ্টতা হয়তো এই মুহূর্তে বিশ্বের কোনও ব্যাটসম্যানই দেখাবেন না। তবে তিনি প্রাক্তন ক্রিকেটার। ফলে তিনি এমন কথা অবলীলায় বলে দিলেন। কারণ, মুখে বলা আর কাজে করে দেখানোর মাঝে বিস্তর ফারাক। বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলারকে তিনি নিতান্তই 'বাচ্চা' বলে বসলেন। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুর রজ্জাক মনে করেন, তিনি এখন খেললে বুমরাকে অবলীলায় শাসন করতেন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানের প্রচার মাধ্যমে রজ্জাক বলেছেন, ''একটা সময় আমি বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের খেলেছি। বুমরা অবশ্যই বিশ্বমানের বোলার। কিন্তু আমার ওকে খেলতে তেমন কোনও সমস্যা হত বলে মনে হয় না। উল্টে আমার মনে হয়, আমাকে সামলাতে বুমরার সমস্যা হত।'' এর পরই বিস্ফোরক দাবি করে বসলেন পাক অলরাউন্ডার। বললেন, ''বুমরার বোলিং অ্যাকশন অদ্ভুত। ওর এই অ্যাকশন-এর জন্যই ও বাড়তি সাফল্য পাচ্ছে। আগের থেকে ও এখন অনেক উন্নতি করেছে। তবে আমার কাছে ও বাচ্চা। এখন আমি খেললে ওকে শাসন করে দিতাম।'' 


আরও পড়ুন-  ক্রিকেটের বিশ্বকাপ, অথচ সামনের বছর ভারতীয় দল খেলবে নাকি প্রথমবার!


এর আগে বিশ্বকাপ চলাকালীনন আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্জাক। বলেছিলেন, হার্দিক পান্ডিয়া ভাল অলরাউন্ডার হলেও তাঁর মধ্যে বেশ কিছু খামতি রয়েছে। পান্ডিয়া তাঁর তত্ত্বাবধানে থাকলে আরও ভাল অলরাউন্ডার হতেন বলেও দাবি করেছিলেন তিনি। এর পর ভারতীয় সমর্থকদের থেকে টিটকিরি হজম করতে হয়েছিল তাঁকে। প্রসঙ্গত, পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের কোচ হতে চেয়েছিলেন রাজ্জাক। তবে পিসিবি তাঁর কোচ হওয়ার প্রস্তাব মেনে নেয়নি। এই ব্যাপারে পিসিবির উপর কিছুটা ক্ষুব্ধ তিনি। তাঁর সাফ মত, পিসিবি যোগ্য প্রাক্তনদের সেভাবে সুযোগ দিচ্ছে না। এর আগে